আইজার – কলকাতার পক্ষ থেকে “মেরা মাটি মেরা দেশ” কর্মসূচি পালন

কলকাতা দেশ

নদীয়ার কল্যাণীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ, আইজার – কলকাতার পক্ষ থেকে “মেরা মাটি মেরা দেশ” কর্মসূচির সফল রূপায়ণের জন্য আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় দেশের স্বাধীনতার সংগ্রামীদের জন্য নির্মিত বেদীতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আইজার কলকাতার ভারপ্রাপ্ত অধিকর্তা সত্যব্রত রাজ সহ অন্যান্য বিজ্ঞানী ও কর্মীরা।

আইজার - কলকাতার পক্ষ থেকে "মেরা মাটি মেরা দেশ" কর্মসূচি পালন
আইজার – কলকাতার পক্ষ থেকে “মেরা মাটি মেরা দেশ” কর্মসূচি পালন

এনডিআরএফ-এর জওয়ানরাও এতে অংশ নেন। পরে রাজ্যের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা মাটি এবং চাল কলসের মধ্যে রেখে অমৃত কলস যাত্রার আয়োজন করা হয়।

শপথ বাক্য পাঠ
শপথ বাক্য পাঠ

আইজার কলকাতার রেজিস্টার জয়দীপ শীল জানান, আত্মনির্ভর ভারত রূপায়ণ এবং দেশের একতা সুদৃঢ় করতে এদিন সকলকে নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *