২০২২-২৩ অর্থবর্ষের জরিমানা সহ আয়কর রিটার্নের আজই শেষদিন

২০২২-২৩ অর্থবর্ষের জরিমানা সহ আয়কর রিটার্নের আজই শেষদিন

দেশ

২০২২-২৩ অর্থবর্ষের জরিমানা সহ আয়কর রিটার্নের আজই শেষদিন । যারা এখনও আয়কর রিটার্ন জমা করেননি, তাদের আজকের মধ্যেই তা ফাইল করতে হবে । এবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষদিন ছিল ৩১-শে জুলাই ।

এরপরেও ৩১-শে ডিসেম্বরের মধ্যে রিটার্ন ফাইল করতে হলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হয় । তবে, ক্ষুদ্র আয়করদাতাদের ক্ষেত্রে আয়ের সীমা ৫ লক্ষ টাকা অতিক্রম না করলে জরিমানার পরিমান হাজার টাকার বেশি হবে না । ২০২২-২৩ অর্থবর্ষের জরিমানা সহ আয়কর রিটার্নের আজই শেষদিন । যারা এখনও আয়কর রিটার্ন জমা করেননি, তাদের আজকের মধ্যেই তা ফাইল করতে হবে । এবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষদিন ছিল ৩১-শে জুলাই । এরপরেও ৩১-শে ডিসেম্বরের মধ্যে রিটার্ন ফাইল করতে হলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হয় ।

তবে, ক্ষুদ্র আয়করদাতাদের ক্ষেত্রে আয়ের সীমা ৫ লক্ষ টাকা অতিক্রম না করলে জরিমানার পরিমান হাজার টাকার বেশি হবে না ।

 

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *