অপারেশন অজয়ের আওতায় ইজরায়েলের তেলআভিভ থেকে ২১২ জন ভারতীয়কে নিয়ে প্রথম বিমান নতুন দিল্লি পৌঁচেছে । যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর । বিদেশমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ১৮ হাজার ভারতীয় ইজরায়েলে বসবাস করেন । তিন-চার জন ভারতীয় গাজাতেও রয়েছেন । যারা ইজরায়েল থেকে দেশে ফিরতে চান, তাদের উদ্ধারের জন্য় সরকার এই অপারেশন অজয় চালাচ্ছে ।
কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার সব রকম ব্যবস্থা করা হচ্ছে ।

দেশে ফিরে সন্তোষ প্রকাশ করেছেন ইজরায়েল থেকে আসা ভারতীয়রা ।
ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ চলছে । এখনো পর্যন্ত এই যুদ্ধে ২হাজার ৮শোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন । এর মধ্যে ইজরায়েলের হামলায় গাজাতে দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন । হামাসের হামলায় মৃত্যু হয়েছে তেরশোর বেশি ইজরায়েলি মানুষের । ইজরায়েলি সেনা জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা এখনো পর্যন্ত গাজাতে ৬হাজারের বেশি বোমা নিক্ষেপ করেছে ।

I was recommended this website by my cousin. I am not sure whether this post is written by him as nobody else know such detailed about my trouble. You are amazing! Thanks!