যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনল ‘অপারেশন অজয়’ এর মাধ্যমে

বিদেশ

অপারেশন অজয়ের আওতায় ইজরায়েলের তেলআভিভ থেকে ২১২ জন ভারতীয়কে নিয়ে প্রথম বিমান নতুন দিল্লি পৌঁচেছে । যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর । বিদেশমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ১৮ হাজার ভারতীয় ইজরায়েলে বসবাস করেন । তিন-চার জন ভারতীয় গাজাতেও রয়েছেন । যারা ইজরায়েল থেকে দেশে ফিরতে চান, তাদের উদ্ধারের জন্য় সরকার এই অপারেশন অজয় চালাচ্ছে ।

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার সব রকম ব্যবস্থা করা হচ্ছে ।

যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনল ‘অপারেশন অজয়’ এর মাধ্যমে
যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনল ‘অপারেশন অজয়’ এর মাধ্যমে

দেশে ফিরে সন্তোষ প্রকাশ করেছেন ইজরায়েল থেকে আসা ভারতীয়রা ।

ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ চলছে । এখনো পর্যন্ত এই যুদ্ধে ২হাজার ৮শোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন । এর মধ্যে ইজরায়েলের হামলায় গাজাতে দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন । হামাসের হামলায় মৃত্যু হয়েছে তেরশোর বেশি ইজরায়েলি মানুষের । ইজরায়েলি সেনা জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা এখনো পর্যন্ত গাজাতে ৬হাজারের বেশি বোমা নিক্ষেপ করেছে ।

1 thought on “যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনল ‘অপারেশন অজয়’ এর মাধ্যমে

  1. I was recommended this website by my cousin. I am not sure whether this post is written by him as nobody else know such detailed about my trouble. You are amazing! Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *