ভারত সেবাশ্রম সংঘের ধুলাগড় শাখার বার্ষিক উৎসব

রাজ্যের খবর

ভারত সেবাশ্রম সংঘের ধুলাগড় শাখার বার্ষিক উৎসব – ভারত সেবাশ্রম সঙ্ঘের ধুলাগড় শাখায় দু’দিন ব্যাপী বার্ষিক উৎসবের সূচনা হল ধুলাগড়ের গোলাবাড়ির পানিহিজলিতে । এ উপলক্ষ্যে গীতা পাঠ, ভজন – কীর্তন, বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ, পূজারতি, দরিদ্র নরনারায়ণ সেবা ও স্থানীয় গ্রামবাসী ও আদিবাসীদের মধ্যে কম্বল বিতরনের আয়োজন করা হয়।

ভারত সেবাশ্রম সংঘের ধুলাগড় শাখার বার্ষিক উৎসব
ভারত সেবাশ্রম সংঘের ধুলাগড় শাখার বার্ষিক উৎসব

সঙ্ঘের ধুলাগড় শাখার প্রধান স্বামী মহাদেবানন্দ মহারাজ বলেন, ২০১৭ সালে ধুলাগড় গ্রামের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে আশ্রমের প্রতিষ্ঠা হয়। তখন থেকে এই পিছিয়ে পড়া অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের জন্য শিক্ষা বিস্তার, ধর্ম প্রচার, পিড়ীত মানুষের সেবায় কাজ করে চলেছে তারা। এখানে একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলা হয়েছে। খুব শীঘ্রই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সহ স্থায়ী সেবা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

গীতা পাঠ, ভজন - কীর্তন, বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ, পূজারতি, দরিদ্র নরনারায়ণ সেবা ও স্থানীয় গ্রামবাসী ও আদিবাসীদের মধ্যে কম্বল বিতরনের আয়োজন করা হয়।
গীতা পাঠ, ভজন – কীর্তন, বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ, পূজারতি, দরিদ্র নরনারায়ণ সেবা ও স্থানীয় গ্রামবাসী ও আদিবাসীদের মধ্যে কম্বল বিতরনের আয়োজন করা হয়।

এদিনের অনুষ্ঠানে আশপাশের গ্রামগুলি থেকে হাজার হাজার ভক্ত সমাগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *