বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ৬ দিনের বিদেশ সফরে – প্রথম পর্বে তিনি পৌঁছেছেন ভিয়েতনামে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত তিনি ভিয়েতনামে থাকবেন। সেখানে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক মজবুত করার পাশাপাশি সুসংহত কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে জোর দেবেন । ডঃ জয়শঙ্কর অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সহায়তা বিষয়েও ভারত-ভিয়েতনাম যৌথ কমিশনের অষ্টাদশ বৈঠকে যোগ দেবেন ।

তিনি ভিয়েতনামে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে কথা বলেন। তিনি হ্যানয়তে ষষ্ঠ শতাব্দীর ট্র্যান কুয়ক প্যাগোডা পরিদর্শন করেন। বাক নিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির আবরণ উন্মোচন করেন। তাঁকে স্বাগত জানান ভিয়েতনামের বিদেশ মন্ত্রী বুই থান সন। বাক নিনে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ পার্কে গুরুদেবের মূর্তির আবরণ উন্মোচন করে ট্যুইটে বিদেশমন্ত্রী বলেন, এর ফলে ভারত-ভিয়েতনামের মধ্যে মৈত্রী আরও দৃঢ় হবে । এর পর তিনি যাবেন সিঙ্গাপুরে ।
