বায়ূর দূষণ নিয়ে এক জরুরি স্বাস্থ্য বিধি জারি

বায়ূর দূষণ নিয়ে এক জরুরি স্বাস্থ্য বিধি জারি

স্বাস্থ্য

কোলকাতা : বায়ূর দূষণ নিয়ে এক জরুরি স্বাস্থ্য বিধি জারি – জনস্বাস্থ্যের উপর বায়ূদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়টি মাথায় রেখে একটি অতি জরুরি স্বাস্থ্য বিধি প্রকাশ করেছেন পেশাদার চিকিৎসক – বিশেষজ্ঞরা। শীতকালীন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য, দৈনন্দিন জীবনে গৃহীত আচরণবিধি ছাড়াও এই স্বাস্থ্য উপদেষ্টাটিতে এমন অনেক অনুশীলন – এর কথা বলা হয়েছে। যার প্রয়োগে সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলির পাশাপাশি প্রত্যেক শহরবাসী বায়ূ দূষণের প্রভাব প্রতিরোধ করতে পারবে।

জাতীয় দূষণ নিয়ন্ত্রণ বা প্রতিরোধ দিবসের প্রাক্কালে রোটারি সদনে আ্যসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ান ওয়েস্ট বেঙ্গল, সাউথ এশিয়ান মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আ্যন্ড সোসাইটি অফ এমারজেন্সি মেডিসিন অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার আ্যন্ড ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম এর সহযোগিতায় সুইচঅন ফাউন্ডেশন দ্বারা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন বিশিষ্ট চিকিৎসকেরা। বায়ূর গুণগত মান দিন দিন হ্রাস পাচ্ছে। এর প্রকোপ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখার তাগিদে সচেতনতা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ যে আশু সমাধানের অন্যতম উপায় ও একান্ত জরুরি সেই প্রয়োজনের উপর সর্বাধিক গুরুত্ব চিকিৎসকেরা আরোপ করেছেন।

সহমত পোষণ করেন ‘সুইচঅন ফাউন্ডেশন’ – এর ম্যানেজিং ডিরেক্টর বিনয় জাজু। তিনি বলেন, “রাজ্য জুড়েই বাড়ছে পরিবেশ দূষণ। বায়ূ দূষণের হাত থেকে রেহাই মিলছে না। রাজধানী কলকাতা ও তৎসংলগ্ন শহরের ফুসফুস বলে পরিচিত ভিক্টোরিয়া সহ কলকাতা ময়দানের সংলগ্ন এলাকায় বায়ূর গুণগত সূচক উদ্বেগজনক হারে বাড়ছে।” পরিসংখ্যান ও পরিমাপ থেকে জানা গিয়েছে, দিনে ও রাতের দিকে ওঠানামা করছে এই দূষণের গ্রাফ। ডাঃ সংযুক্তা দত্ত, ডাঃ অরূপ হালদার, ডাঃ শঙ্কর নাথ ঝা, ডাঃ সুমন মল্লিক ও ডাঃ সৈরিন্ধ্রি ব্যানার্জি প্রমুখ এই বায়ূ দূষণের মোকাবিলায় স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তার রূপরেখা প্রসঙ্গে মত বিনিময় করেন।

সেইসঙ্গে রাজনীতির ঊর্ধ্বে উঠে নাগরিক সমাজকে বাঁচাতে সদিচ্ছার প্রশ্নে ঐক্যমত প্রকাশ করেছেন। সর্বোপরি প্রচারমাধ্যম তথা এই পেশার সাথে যুক্ত সমস্তদের ধারাবাহিক কলমে কেন্দ্র ও রাজ্য সরকার, সরকারি ও বেসরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মিডিয়া-কে একযোগে সরব হতে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন থেকে এই তথ্য সামনে এসেছে যে, ক্রমাগত অবনতি ঘটছে বায়ূর। এর ফলে, রোগী থেকে শিশু এবং সিনিয়র সিটিজেন সহ বহিরাগত শ্রমিক তথা কর্মরত ট্রাফিক পুলিশ থেকে নির্মাণ শ্রমিকদের জীবনের ঝুঁকি অনেক বেশি। জনস্বাস্থ্য ও পরিবেশের উপর এর বিরূপ প্রভাব লাগাতার – সুতরাং ব্যতিক্রম নয় কলকাতাও।

বায়ূর দূষণ নিয়ে এক জরুরি স্বাস্থ্য বিধি জারি

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *