বকেয়া DA-র দাবিতে নবান্নের কাছে বাস স্ট্যান্ডে আজও সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভ – রাজ্য প্রশাসনিক দফতর নবান্নএর নিকটস্থ নবান্ন বাসস্ট্যান্ডে বকেয়া DA, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ সহ চার-দফা দাবিতে আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। হাইকোর্টের নির্দেশ মত গতকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন আজ বিকেল ৪ টে পর্যন্ত হওয়ার কথা ।
সেই নির্দেশ মেনেই আজ সকাল থেকেই দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা । আজ এই আন্দোলন মঞ্চে আসেন সিপিএম নেতা মহম্মদ সেলিম । বিজেপি নেতা সজল ঘোষ, বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ও বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।
আন্দোলনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, হকের দাবিতে এই আন্দোলন চলছে চলবে । মহম্মদ সেলিম বলেন, আন্দোলনের অন্য রূপরেখা তৈরি করেছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা । রাজ্য সরকারী কর্মীদের বঞ্চনার খতিয়ান একে একে তুলে ধরেন সজল ঘোষ ও ফাল্গুনী পাত্র ।
পরে ধর্না মঞ্চে এসে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, তিনি ডিএ দেবার পরিবর্তে লাঞ্ছনা আর অপমান উপহার দিচ্ছেন সরকারী কর্মচরীদের। প্রসঙ্গত, আগামী কর্মসূচি ঘোষণা করে আজ নির্দিষ্ট সময়েই ধর্না মঞ্চে অবস্থান শেষ করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
