ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধি করতে ওয়াকথন

ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধি করতে ওয়াকথন

রাজ্যের খবর

ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধি করতে ওয়াকথন – ডায়াবেটিস সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ১৪ই নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস বা মধুমেহ দিবস।

হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে এই দিনটি পালন করা হয় ওয়াকথনের মাধ্যমে। হাওড়ার আন্দুল রোডে একটি বেসরকারী হাসপাতালের সামনে থেকে এই ওয়াকাথনে পা মেলান হাওড়া আদালতের মুখ্য সরকারি আইনজীবী সোমনাথ ব্যানার্জী, বিশিষ্ট তবলাবাদক মল্লার ঘোষ, এভারেস্ট জয়ী মলয় মুখার্জি, দেবাশীষ বিশ্বাস, হাওড়া সিটি পুলিশের এসিপি মৃত্যুঞ্জয় ব্যানার্জী, ডক্টর সঞ্জয় শা, ডক্টর বিষ্ময় কুমার ও রোটারি ক্লাব অফ অরুনোদয় এবং বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের সংগঠন সংবেদনের বাচ্ছারা।

ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধি করতে ওয়াকথন
ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধি করতে ওয়াকথন

ডায়াবেটিস স্টাডি সোসাইটির সেক্রেটারি সোশ্যাল এফেয়ার জয়তী ভট্টাচার্য বলেন, নিয়মিত শরির চর্চার পাশাপাশি চিকিৎসকদের মাধ্যমে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা আরও দ্রুত ছড়িয়ে দিতে হবে।

ডক্টর মৃদুল বেরা জানান, ভারতে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি। আমরা যত আধুনিক হচ্ছি ততই যন্ত্র-নির্ভর হচ্ছি। ততই শারীরিক নড়াচড়া কমে যাচ্ছে। খাবারের মধ্যে যে ক্যালরি প্রতিদিন গ্রহণ করি সেই ক্যালোরির পর্যাপ্ত ব্যাবহার হচ্ছে না। তার ফলেই ডায়াবেটিস বাড়ছে।

ডায়াবেটিস দিবস
ডায়াবেটিস দিবস

বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার গুরু প্রসাদ ভট্টাচার্য বলেন, বর্তমানে দেশে যেখানে প্রায় দশ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত সেখানে আরও ১৪ শতাংশ মানুষের ডায়াবেটিস হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই খাদ্যাভাস নিয়ন্ত্রণের পাশাপাশি ফিজিক্যাল কর্মকাণ্ড বাড়াতে হবে। নিয়মিত হাটাচলা করা, যোগাসন করতে হবে ও জাঙ্ক ফুড বর্জন করতে হবে।

১৪ নভেম্বর বিশিষ্ট বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেন। যেটি ডায়াবেটিস প্রতিরোধে প্রধান ভুমিকা পালন করে। তাই ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। তার পর থেকে সারা বিশ্ব জুড়ে এই দিনটি পালন করা হয় প্রতিবছর।

আরও পড়ুনঃ

1 thought on “ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধি করতে ওয়াকথন

  1. Excellent blog here! Also your website loads up very fast! What web host are you using? Can I get your affiliate link to your host? I wish my web site loaded up as quickly as yours lol

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *