কুমোরটুলির পটুয়া পাড়ায় খুশির হাওয়া – রথযাত্রার পুণ্য লগ্নে আজ পটুয়া পাড়ার মধ্যে খুশির হাওয়া। আজকের এই দিনটিতে নতুন করে শক্তি সঞ্চয় করে প্রতিমা গড়ার কাজে বুক বাঁধতে শুরু করেন শিল্পীরা। কুমোরটুলিতে আজ তৎপরতার ছবি ধরা পড়েছে শিল্পী বাসুদেব পাল এবং সুকুমার পাল ও তাপস পালের মুখে। আজকের দিনেই কাঠামো পুজোর সময়ে আনাগোনা আরম্ভ হয়। পারিবারিক বা বারোয়ারি কিংবা ক্লাব সংগঠনের পুজোর বিষয়ে আজ থেকেই বলতে গেলে – “ঢাকে কাঠি পড়ল “।
পটুয়াপল্লীতে সকালের দিকে কাঠামো পূজো হয় রীতিনীতি মেনেই । এই দিনের অপেক্ষায় থাকেন তাদের সকলে অর্থাৎ শিল্পীরা সপরিবারে। নতুন বায়না পেতে শুরু করেন শিল্পীরা। মহিলা প্রতিমা শিল্পী চায়না পাল জানান, রাজধানী দিল্লিতে, জম্মু ও কাশ্মীর ছাড়াও মধ্যপ্রদেশ এর ভোপাল থেকে প্রতিমা গড়ার বরাত পেয়েছেন তিনি।

এছাড়াও আজ সকালে কলকাতায় রাজারহাট ও বেনিয়াটোলা লেনের সেন পরিবারের পুজো প্রতিমার বুকিং পাওয়া গিয়েছে। এ বিষয়ে, বিশিষ্ট প্রতিমা শিল্পী মিন্টু পাল তাঁর স্টুডিওতে বসে অকপটে জানালেন, ‘মূর্তি বুকিং-এর নানান কথা। মায়ের আবির্ভাব এর শুভ সূচনা হয় আজকের দিনেই, রথযাত্রার পুণ্য লগ্নে’। বুকিং হয়েছে এবং ফাইবার মূর্তি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
