মহাঅষ্টমী শেষ হয়ে আজই পড়ে গেল মহা নবমী। তাই ধর্মীয় রীতিরীতি মেনেই অনুষ্ঠিত হলো সন্ধিপুজো।
অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণ তিথিতে এই সন্ধিপুজো অনুষ্ঠিত হয়ে থাকে। বজায় রেখে সমারোহে হয়ে পালিত হলো সন্ধিপুজো।উত্তর কলকাতার হাটখোলা সুর পরিবারের সাবেকিয়ানা ।
আড়াইশো বছরের ও বেশি প্রাচীন এই পুজোতে সন্ধিপূজোর নৈবিদ্য রূপে এক মন চাল, আড়াই কেজিরও বেশি মন্ডা, ও অন্যান্য সামগ্রী অর্পণ করা হয়ে থাকে। এরপর ১০৮টি প্রদীপ জ্বালানো হয়। পরিবারের মহিলা সদস্যরা এই প্রদীপ প্রজ্যলনে অংশ নেয়। পরে বস্ত্র দিয়ে দেবী দুর্গার মুখ ঢেকে রাখাই রীতি।
এরপর অনুষ্ঠিত হয় সন্ধি তিথির বিশেষ পূজা – আরতি। সন্ধিপূজোর রীতি অনুসারে পুষ্পাঞ্জলীর পর ১০৮ টি পদ্ম ফুলের মালা সহ ১০৮ টি বেল পাতার মালা, ও অপরাজিতা ফুল মালা দিয়ে দেবীকে বরণ করা হয় থেকে। এখানে ঘটক রুপি দুর্গার বাহন একচালা সাবেকি প্রতিমা।
উত্তর কলকাতার হাটখোলা সুর পরিবারের পালিত হলো সন্ধিপুজো
আরও দেখুনঃ
