ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক

ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক

বিদেশ

ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক – ইজরায়েল ও হামাস জঙ্গিগোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্য়ালেস্তাইনে ভারতের প্রতিনিধি কার্যালয় সেদেশে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকদের জরুরী পরিস্থিতিতে বা কোন সহায়তার প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে বলেছে । প্রতিনিধি কার্যালয়ে একটি ২৪ ঘণ্টা জরুরী ভিত্তিতে হেল্প লাইন চালু করা হয়েছে । সামাজিক মাধ্য়মে প্য়ালেস্তাইনে ভারতের প্রতিনিধি কার্যালয় WhatsApp নম্বর এবং ফোন নম্বর প্রকাশ করেছে । WhatsApp নম্বরটি হল 970-59291641 । হেল্পলাইন নম্বরটি হল 0592-916418 ।

ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক
ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক

ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক । মন্ত্রকের তরফে সবরকম নিরাপত্তা বিধি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়াও জরুরি পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নির্দিষ্ট ফোন নম্বর ও ইমেলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে । ফোন নম্বরটি হল – 9723-522-6748 । ইমেলটি হল CONSL.TELAVIV@MEA.GOV.IN ।

ইজরায়েলের ওপর প্যালেস্তাইন জঙ্গিগোষ্ঠী হামাসের হামলায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে
ইজরায়েলের ওপর প্যালেস্তাইন জঙ্গিগোষ্ঠী হামাসের হামলায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *