ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক

ইজরায়েলের ওপর প্যালেস্তাইন জঙ্গিগোষ্ঠী হামাসের হামলায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে

বিদেশ

ইজরায়েলের ওপর প্যালেস্তাইন জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে – এই জঙ্গি গোষ্ঠীর ছোঁড়া ক্ষেপনাস্ত্রে ইজরায়েলের একাধিক বহুতলে আগুন লেগে যায় । ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক এলাকা । আহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে । পাল্টা জবাব দিয়েছে ইজরায়েলও । সেদেশের সেনাবাহিনী ‘অপারেশন সোর্ডস্ অফ আয়রন’ শুরু করেছে । এর ফলে ইজরায়েলের ও হামাসের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে । ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস জঙ্গিগোষ্ঠীকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে ।

ইজরায়েলের ওপর হামাস জঙ্গিগোষ্ঠীর হানার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইজরায়েলের এই কঠিন পরিস্থিতিতে ভারত তাদের পাশে রয়েছে ।

ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন ভারতের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ।

ইজরায়েল ও হামাস জঙ্গিগোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্য়ালেস্তাইনে ভারতের প্রতিনিধি কার্যালয় সেদেশে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকদের জরুরী পরিস্থিতিতে বা কোন সহায়তার প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে বলেছে । প্রতিনিধি কার্যালয়ে একটি ২৪ ঘণ্টা জরুরী ভিত্তিতে হেল্প লাইন চালু করা হয়েছে । সামাজিক মাধ্য়মে প্য়ালেস্তাইনে ভারতের প্রতিনিধি কার্যালয় WhatsApp নম্বর এবং ফোন নম্বর প্রকাশ করেছে ।

ইজরায়েলের ওপর প্যালেস্তাইন জঙ্গিগোষ্ঠী হামাসের হামলায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে
ইজরায়েলের ওপর প্যালেস্তাইন জঙ্গিগোষ্ঠী হামাসের হামলায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে

ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক । মন্ত্রকের তরফে সবরকম নিরাপত্তা বিধি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়াও জরুরি পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নির্দিষ্ট ফোন নম্বর ও ইমেলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ।

ইজরায়েল ও জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে আজ জরুরিভিত্তিতে বৈঠকে বসছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে । এদিকে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ।

ইজরায়েলের ওপর প্যালেস্তাইন জঙ্গিগোষ্ঠী হামাসের হামলায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে
ইজরায়েলের ওপর প্যালেস্তাইন জঙ্গিগোষ্ঠী হামাসের হামলায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে

ইজরায়েলের ওপর হামাস গোষ্ঠীর হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে । মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, সন্ত্রাসের কোন জায়গা নেই । ইজরায়েল সরকার এবং সেদেশের জনগণের পাশে রয়েছে ওয়াশিংটন । বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছন । ইজরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ইজরায়েলের ওপর এই হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছেন ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *