ইজরায়েলের ওপর প্যালেস্তাইন জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে – এই জঙ্গি গোষ্ঠীর ছোঁড়া ক্ষেপনাস্ত্রে ইজরায়েলের একাধিক বহুতলে আগুন লেগে যায় । ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক এলাকা । আহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে । পাল্টা জবাব দিয়েছে ইজরায়েলও । সেদেশের সেনাবাহিনী ‘অপারেশন সোর্ডস্ অফ আয়রন’ শুরু করেছে । এর ফলে ইজরায়েলের ও হামাসের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে । ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস জঙ্গিগোষ্ঠীকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে ।
ইজরায়েলের ওপর হামাস জঙ্গিগোষ্ঠীর হানার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইজরায়েলের এই কঠিন পরিস্থিতিতে ভারত তাদের পাশে রয়েছে ।
ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন ভারতের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ।
ইজরায়েল ও হামাস জঙ্গিগোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্য়ালেস্তাইনে ভারতের প্রতিনিধি কার্যালয় সেদেশে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকদের জরুরী পরিস্থিতিতে বা কোন সহায়তার প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে বলেছে । প্রতিনিধি কার্যালয়ে একটি ২৪ ঘণ্টা জরুরী ভিত্তিতে হেল্প লাইন চালু করা হয়েছে । সামাজিক মাধ্য়মে প্য়ালেস্তাইনে ভারতের প্রতিনিধি কার্যালয় WhatsApp নম্বর এবং ফোন নম্বর প্রকাশ করেছে ।

ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক । মন্ত্রকের তরফে সবরকম নিরাপত্তা বিধি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়াও জরুরি পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নির্দিষ্ট ফোন নম্বর ও ইমেলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ।
ইজরায়েল ও জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে আজ জরুরিভিত্তিতে বৈঠকে বসছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে । এদিকে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ।

ইজরায়েলের ওপর হামাস গোষ্ঠীর হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে । মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, সন্ত্রাসের কোন জায়গা নেই । ইজরায়েল সরকার এবং সেদেশের জনগণের পাশে রয়েছে ওয়াশিংটন । বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছন । ইজরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ইজরায়েলের ওপর এই হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছেন ।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
