প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যয় সাশ্রয়ী গুণগত মানসম্পন্ন সমাধান দিতে পারে বলে সমগ্র বিশ্ব বিশ্বাস করে । তিনি স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৩ এর চূড়ান্ত পর্বে ভাষণ দিচ্ছিলেন । তিনি বলেন, ২১ শতকের ভারত জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান ও জয় অনুসন্ধানের ওপর নির্ভর করে এগিয়ে চলেছে ।
প্রধানমন্ত্রী দেশকে আত্মনির্ভর করে তোলার ওপর জোর দেন । দেশের তরুন উদ্ভাবকদের তিনি বলেন, ভবিষ্যতে যেন কোন প্রয়ুক্তি আমদানি করতে না হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে । আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের ওপর ক্রমবর্ধমান আস্থার কথা উল্লেখ করেন শ্রীমোদী । তিনি ব্যয় সাশ্রয়ী সমাধানের ওপর গুরুত্ব দেন ।
ছাত্রছাত্রীদের অভিনব ভাবনার উন্মেষ ঘটাতে কলকাতার সল্টলেকের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা । এর উদ্বোধন করেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের কো-চেয়ারপার্সন অধ্যাপিকা মানসী রায়চৌধুরী । তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে যে অভিনব ভাবনা রয়েছে, এই প্রতিযোগিতা তা তুলে ধরতে সাহায্য করবে । এটি শুধু প্রতিযোগিতাই নয়, বর্তমান সমাজের নানা সমস্যার সমাধান কীভাবে করা যায়, সেবিষয়ে নতুন নতুন চিন্তা-ভাবনাও উঠে আসবে শিক্ষার্থীদের মন থেকে । অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন মন্ত্রকের নির্দেশক বি চন্দ্র মহিয়র বলেন, দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে এই হ্যাকাথন বিশেষ সহায়ক হবে ।
আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের ওপর ক্রমবর্ধমান আস্থা বাড়ছে বিশ্বের
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- বাংলায় বচন কি, কত প্রকার?
- A and An এর ব্যবহার । Article
- What is a pronoun? | What is a pronoun example?
- Types of Pronouns and Rules
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
