অনির্দিষ্টকালের জন্য মূলতুবি হয়ে গেল সংসদের উভয় সভার অধিবেশন – নির্দ্দিষ্ট সময়ের একদিন আগেই সভা মুলতুবি করা হলো । চৌঠা ডিসেম্বর থেকে এ বছরের সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছিলো । সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় ১৭টি বিল পাশ হয়েছে বলে চেয়ারম্যান জগদীপ ধনখড় জানিয়েছেন।
অন্যদিকে লোকসভায় ১৪-টি বৈঠক বসে । আলোচনার পর পাস হয়েছে অপরাধ সংক্রান্ত ৩-টি সংশোধনী বিল সহ ১৮-টি বিল । এবারের অধিবেশনে ৭৪ শতাংশ ইতিবাচক কাজ হয়েছে বলে জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা । রাজ্যসভায় ধ্বনিভোটে পাস হল ভারতীয় ন্যায় (দ্বিতীয়) সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা (দ্বিতীয়) এবং ভারতীয় সাক্ষ্য (দ্বিতীয়) সংহিতা ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজ্যসভায় এই অপরাধ আইন সংশোধনী তিনটি বিল আলোচনার জন্য পেশ করেন । তিনি বলেন, দেশবাসীর রাজনৈতিক ন্যায়, আর্থিক ন্যায় ও সামাজিক ন্যায় বজায় রাখার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে সংবিধান ।
সন্ত্রাসবাদ সংগঠিত অপরাধ ও গণপিটুনির মতো অপরাধ দমনের ক্ষেত্রেও সংস্থান রয়েছে এই বিলগুলিতে, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী । রাজ্যসভায় পাস হয়েছে দূরসঞ্চার নিগম বিল ২০২৩ ।

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বীনি বৈষ্ণো এই বিলটি পেশ করেন । তিনি বলেন, এই বিলে সাধারণ মানুষের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে । লোকসভায় পাস হল মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন বিল ২০২৩ । লোকসভায় কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বিলটি পেশ করেন । তা ধ্বনি ভোটে পাস হয় । লোকসভায় পাস হল প্রেস ও পত্রিকা নথিভুক্তীকরণ সংশোধনী বিল । এই বিল পাস হওয়ায় নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া আরও সরলীকরণ হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- বাংলায় বচন কি, কত প্রকার?
- A and An এর ব্যবহার । Article
- What is a pronoun? | What is a pronoun example?
- Types of Pronouns and Rules
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো

