১৯-তম এশিয়ান গেমসের একাদশ দিনে আজ সোনার দিন ভারতের

১৯-তম এশিয়ান গেমসের একাদশ দিনে আজ সোনার দিন ভারতের

খেলা

১৯-তম এশিয়ান গেমসের একাদশ দিনে আজ সোনার দিন ভারতের – এখনও পর্যন্ত ১৮টি সোনা জিতল ভারতের খেলোয়াড়রা । জ্যাভলিন ছোঁড়ায় সোনা জিতলেন প্রত্যাশামতো নীরজ চোপড়া । তিনি ৮৮ দশমিক আট আট মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়লেন । রুপো পেলেন কিশোর কুমার জেনা । পুরুষদের 4×400 মিটার রিলেতেও ভারত সোনা জিতল ।

১৯ তম এশিয়ান গেমসের একাদশ দিনে আজ সোনার দিন ভারতের
১৯ তম এশিয়ান গেমসের একাদশ দিনে আজ সোনার দিন ভারতের

মহিলাদের ৮শো মিটার দৌড়ে হরমিলন পেলেন রুপো । এই নিয়ে তিনি গেমসে ২টি পদক পেলেন । পুরুষদের ৫ হাজার মিটার দৌড়ে রুপো জিতে অবিনাশ সাওলে গেমসে ২টি পদক পেলেন । এর আগে তিনি ৩হাজার মিটার স্টিপলচেজে সোনা জিতেছিলেন ।

বক্সিং-এ লাভলিনা বরগোহাঁই পেলেন রুপো । কুস্তিতে পুরুষদের ৮৭ কেজির গ্রেকো-রোমান বিভাগে ব্রোঞ্জ পেলেন সুনীল কুমার । মহিলাদের বক্সিং-এ ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেলেন পরভিন হুডা ।

১৯ তম এশিয়ান গেমসের একাদশ দিনে আজ সোনার দিন ভারতের
১৯ তম এশিয়ান গেমসের একাদশ দিনে আজ সোনার দিন ভারতের

পদক সংখ্যায় রেকর্ড হল এবার । গত এশিয়ান গেমসে ভারত পেয়েছিল ৭০টি পদক । এবারে এখনও পর্যন্ত ঝুলিতে এসেছে ৮১ টি পদক । আজ গেমসের একাদশ দিনে তিরন্দাজিতে সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নম এবং ওজস দেওতালে । কম্পাউন্ড মিক্সড দলগত বিভাগের

ফাইনালে রিপাবলিক অফ কোরিয়ার প্রতিযোগিদের হারিয়ে সোনা জিতেছেন তারা । ৩৫ কিলোমিটার মিক্সড রিলে রেস ওয়াক-এ ব্রোঞ্জ পদক জিতেছেন রামবাবু এবং মনজু রাণী । পুরুষদের হকিতে ভারত ফাইনালে উঠেছে । সেমি ফাইনালে তারা দক্ষিণ কোরিয়াকে হারাল ৫-৩ গোলে । ভারত এপর্যন্ত ১৮টি সোনা, ৩১-টি রুপো এবং ৩২-টি ব্রোঞ্জ পদক জিতেছে । কবাডিতে ভারতের মেয়েরা হারাল তাইল্য়ান্ডকে । স্কোয়াশে সৌরভ ঘোষাল উঠলেন ফাইনালে ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *