১১ দিনের বিদেশ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত দুবাই ও স্পেনে যাবেন। মঙ্গলবার কলকাতা এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি যাবেন দুবাই। সেখানে রাত্রি বাস করে বুধবার পৌঁছাবেন মাদ্রিদ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘৫ বছর পর আমারা যাচ্ছি। স্পেন আমাদের বই মেলায় এসেছিল এবং আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যোগ দিয়ে ছিল।

ওখানে ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য শিল্প ভাল রয়েছে। ওদের আমন্ত্রণেই আমরা যাচ্ছি। আমাদের এখানে বাণিজ্য সম্মেলন আছে। ওরা বরবার আসে, কিন্তু আমার কেউ যাই না। সেই জন্য এই ছোট্ট দেশটাকে বেছে নেওয়া। মাদ্রিদে বেশ কিছু শিল্প সম্মেলন রয়েছে। ৩ দিন থাকব মাদ্রিদে। তারপর সেখান থেকে ট্রেনে যাব বার্সেলোনা। সেখানে ২-৩ দিনের বেশ কিছু অনুষ্ঠান রয়েছে। দেখা হবে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও।
সেখান থেকে আবার দুবাইতে ফিরে আসব। সেখানেও শিল্প সম্মেলন রয়েছে। দেড় দিন দুবাইতে থেকে ২৩ সেপ্টেম্বর আমার কলকাতায় ফিরব।’ এদিকে সামনেই রাজ্যে বাণিজ্য সম্মেলন তার আগে মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত এই সফরে ফুটবলকেও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। কলকাতার প্রধান ৩ ক্লাব, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের ৩ প্রতিনিধিও মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন। এছাড়া এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
তিনি না থাকাকালীন রাজ্যের প্রশাসনিক কাজকর্ম কী ভাবে চলবে তারও একটি রূপরেখা তৈরি করে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘এই ক’দিন থাকছি না, বর্ষা চলছে, সেই কারণে নেওয়া হবে বাড়তি সতর্কতা। মুখ্যসচিবও আমার সঙ্গে যাবেন। সেই কারণে মিটিং করে সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি। এই ক’দিন সমস্ত দায়িত্ব স্বরাষ্ট্র সচিবের উপর থাকবে। সবাই দায়িত্ব নিয়ে কাজ করবেন। তবে সবটা এখনই বলছি না। তাহলে আর চমকের কী থাকবে!’
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
- বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা
