হাওড়ায় অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের এসটিএসটি সেলের স্বেচ্ছায় রক্তদান শিবির –

ডাক্তর বি আর আম্বেদকরের 135 তম জন্মদিন উপলক্ষে শিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের এসটিএসটি সেলের উদ্যোগে হাওড়ার লিলুয়ার কোনা তেতুল তলায় বিশিষ্ট সমাজসেবী কেশব হালদারের আহবানে আজ অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান দান শিবির।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার সংসদ প্রসূন ব্যানার্জি শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি এবং তৃণমূলের সৌগত রায় এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্রা ও অন্যান্য নেতৃত্বরা।

এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতারা রক্ত দিলেন 580 জন মানুষ পুরুষ ও মহিলা।
