হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে আজ থেকে। চলবে ১৫-ই অগাস্ট পর্যন্ত – সমগ্র দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । দেশভক্তির ভাবনাকে জাগ্রত করার লক্ষ্যেই এই অভিযানের আয়োজন করা হয়েছে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্সবার্তায় তাঁর প্রোফাইল ছবি পাল্টে জাতীয় পতাকার ছবি লাগিয়েছে । দেশবাসীর উদ্দেশ্যে এক্সবার্তায় তিনি সকলকে ত্রিবর্ণরঞ্চিত পতাকার গর্ব উদযাপনের উৎসবে সামিল হওয়ার আবেদন জানান । হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে আরও একবার স্মরণীয় জনআন্দোলনে পরিণত করার কথাও বলেছেন তিনি । প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে HAR GHAR TIRANGA.COM-এ সেলফি তুলে পোস্ট করার আবেদন জানিয়েছিলেন ।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বৃহস্পতিবার দেশের জনগণকে প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে ও জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানান । তিনি বলেন, ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা আমাদের একসূত্রে বাঁধে । অন্যদিকে, সমন্বিত ভারতের প্রতিচ্ছবিও এই জাতীয় পতাকা । তিনি এই কর্মসূচির আওতায় দেশের একতা ও অখণ্ডতা সমগ্র বিশ্বের কাছে আরও একবার তুলে ধরতে জনগণের প্রতি আহ্বান জানান ।
শ্রী শেখওয়াত বলেন হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সমগ্র দেশে ২০০-র বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । ১৩ অগাস্ট সংসদ সদস্য ও মন্ত্রীরা তিরঙ্গা বাইক ব়্য়ালিতে যোগ দেবেন ।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
