স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কানাডার টরন্টোতে বিরল সম্মান প্রাপ্তি – তরুণ স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাাম্বাদিত্য দাশ কানাডার টরন্টোতে বিরল সম্মানে ভূষিত হলেন। বিশ্বের কুড়ি জন তরুণ গবেষক চিকিৎসককে বিশেষ সম্মাননা জানানোর সিদ্ধান্ত নেয় টরন্টোর ওয়ার্ল্ড স্ট্রোক ফোরাম । সেখানেই তিনদিন ব্যাপী বিশ্ব কংগ্রেসে ( ১০ই অক্টোবর থেকে ১২ ই অক্টোবর , ২০২৩ ) ভারত থেকে ডাক্তার শাম্বদিত্যকে এই পুরস্কারপ্রাপ্তির জন্য আমন্ত্রণ জানানো হয় ।

শাম্বাদিত্য এম.ডি.ডি.এম ( নিউরো ) বতর্মানে কলকাতা পি জি হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগে গবেষণরত চিকিৎসক । টরন্টোতে শাম্বাদিত্য দশই অক্টোবর বিশ্ব স্ট্রোক্ কংগ্রেসে নিজের গবেষণার বিষয়ে বক্তব্য রাখেন এবং ১২ ই অক্টোবর তাঁর হাতে সেই মঞ্চেই পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য শাম্বাদিত্য চিকিৎসা বিজ্ঞানের স্নাতক, স্নাতকোত্তর এম ডি এবং ডি এম সবই এই পি জি থেকে সমাপন করে বতর্মানে এখানেই কর্মরত। তাঁর এই বিরল কৃতিত্বে তরুণ চিকিৎসক মহলে উৎসাহের হাওয়া !


hello!,I really like your writing so a lot! share we keep up a correspondence extra approximately your post on AOL? I need an expert in this house to unravel my problem. May be that is you! Taking a look ahead to see you.