সিবিসি’র ICOP অনুষ্ঠিত হল আলিনানে – ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো বা সেন্ট্রাল ব্যুরো অফ্ কমিউনিকেশন (CBC) মেদিনীপুর ফিল্ড অফিস এর উদ্যোগে তিনদিন ব্যাপি সুসংহত গন জ্ঞাপন ও সংযোগ অনুষ্ঠান বা Integrated Communication and Outreach Programme (ICOP) অনুষ্ঠিত হল ২০ থেকে ২২ সেপ্টেম্বর, ২০২৩ পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গীনি ব্লকের আলিনান গ্রামের আলিনান রামকৃষ্ণ বিবেকানন্দ যুব সংঘের উত্তরণ ভবনে।
তিনদিনের এই অনুষ্ঠানে ভারত সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে ছিল একাধিক প্রদর্শনী, প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কেন্দ্র সরকারের ৯ বছরের গরীব কল্যাণ সেবা সুশাসন শীর্ষক জনহিতকর ও দেশের সামগ্রিক উন্নতির বিষয়সমূহ নিয়ে এক মাল্টিমিডিয়া প্রদর্শনী বেশ সাড়া ফেলে এলাকার মানুষের মধ্যে। বিশ্ব উষ্ণায়ণ রোধ নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত মিশন লাইফ নিয়ে ছিল ডিজিটাল চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর অঙ্গ হিসেবেই টিভির মনিটরে ও বিশাল LED স্ক্রীনে দেখান হল নতুন সংসদ ভবন, জি টোয়োন্টি, মেরি মাটি মেরা দেশ, স্বচ্ছতা হি সেবা, পোষন মাস ও চন্দ্রযানের বিভিন্ন তথ্যচিত্র। “মেদিনীপুর বীর অঙ্গনা কাহিনী” তথ্যচিত্রে দেখা যায় সুশীল ধারা, কুমুদীনি ডাকুয়া, গুণধর ভৌমিক এর মত বিপ্লবীদের সাক্ষাৎকারে শহীদ মাতঙ্গীনি হাজরা ও অন্যান্য মহিলাদের স্বাধীনতার জন্য আত্মনিয়োগের কথা।

তিনদিন ধরে গান, আবৃত্তি, অঙ্কন, নৃত্যের সাথে হয়েছে স্বাস্থ্য শিবির, পুষ্টি নিয়ে অঙ্গনওয়াড়ি ও মায়েদের আলোচনা সভা। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ছিল মা ও শিশু স্বাস্থ্য ও ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তাও । অঙ্গনওয়ারী কর্মীদের পুষ্টি কর খাবার নিয়ে উপস্থাপনা বিশেষ ভাবে মনোযোগ আকর্ষণ করে।
# সিবিসি’র ICOP অনুষ্ঠিত হল আলিনানে
এছাড়াও আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ। প্রতিদিন সি বি সি’র নিজস্ব শিল্পীদের গান, নাচ, ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন সচেতনতার বার্তাও মানুষের মন জয় করেছে। স্কুল ও গ্রামীণ ক্লাব ভিত্তিক ফুটবল প্রতিযোগিতার খেলা শেষে মূল মঞ্চে বিজিত ও বিজয়ী দলের সব সদস্যের মেডেল, শংসাপত্র ও কাপ তুলে দেন সি বি সি মেদিনীপুরের ফিল্ড পাবলিসিটি অফিসার শ্রী সুদীপ্ত বিশ্বাস ও সহযোগী সংস্থার সম্পাদক শ্রী শ্যামল কুমার জানা। অনুষ্ঠান শেষ হল সমস্ত প্রতিযোগিতার পুরস্কার প্রদানের মাধ্যমে।
# সিবিসি’র ICOP অনুষ্ঠিত হল আলিনানে
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো

