সংসদের শীতকালীন অধিবেশনের সূচনা হল আজ

রাজনীতি রাজ্যের খবর

সংসদের শীতকালীন অধিবেশনের সূচনা হল আজ – সপ্তদশ লোকসভার এটিই শেষ পূর্ণাঙ্গ অধিবেশন । অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় প্রবেশ করলে, সরকার পক্ষের সাংসদরা ৩রাজ্যের বিজেপির বিপুল জয়ের জন্য উঠে দাঁড়িয়ে প্রবল উচ্ছ্বাসের সঙ্গে তাঁকে অভিনন্দন জানান ।

তবে প্রথম দিনেই, তুমুল হৈ-হট্টগোলের সাক্ষি থাকল সংসদের নতুন ভবন । গত অধিবেশনে বিএসপি সাংসদ দানিস আলির প্রতি বিজেপি সাংসদ রমেশ বিধুরী কুরুচিকর মন্তব্য করেছেন -এই অভিযোগে বিএসপি সভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে । সরব হন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জেডিইউ ও অন্য বিরোধী দলের সাংসদরাও । শোরগোলের মধ্যে প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দিতে হয় ।

লোকসভায় আজ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল ২০২৩ পেশ করেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । তার আগে ভারতীয় ন্যায় সংহিতা ও এসম্পর্কিত দুটি বিধি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্থায়ী সমিতির রিপোর্ট সভায় পেশ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে । অধিবেশনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংসদে সদস্যদের উপস্থিতি অত্যন্ত জরুরি । গঠনমূলক আলোচনার মাধ্যমে তারা দেশের অগ্রগতির দিশা নির্দেশ করতে পারেন । বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রগতির লক্ষ্যে তাদেরও সহযোগিতার দৃষ্টিভঙ্গি নিতে হবে ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *