লোকসভায় আগামীকাল সাংসদ মহুয়া মৈত্র-র বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ করবে

দেশ

লোকসভায় আগামীকাল সাংসদ মহুয়া মৈত্র-র বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ করবে – তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায়‌ সংসদের এথিক্স কমিটি আগামীকাল শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই লোকসভায়‌ রিপোর্ট জমা দেবে । সূত্রের খবর এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার, লোকসভা থেকে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছেন । বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় আনন্দকে ডেকে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সাংসদের অভিযোগ । সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, গণতন্ত্রে সরকারের যা করণীয় তা করছে ।

মহুয়া মৈত্রের বিষয়ে IT ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্টও চেয়েছিল । কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন । কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারী বলেছেন লোকসভায় আলোচনা হওয়া উচিৎ ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *