রিশড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ক্যারাটে প্রতিযোগিতা

রিশড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ক্যারাটে প্রতিযোগিতা

রাজ্যের খবর

তরুণ মুখোপাধ্যায় হুগলি : রিশড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ক্যারাটে প্রতিযোগিতা – রবিবার রিশড়ায় এন কে ব্যানার্জি স্ট্রীটের দাঁ মেনশনে এ অনুষ্ঠিত হলো রে শতকান ক্যারাটে ডু এসোসিয়েশন আয়োজিত রে শতকান কারা ক্যারাটে কাপ ২০২৪ এর আসর। কেওসি রঞ্জন কুমার মন্ডলের তত্ত্বাবধানে প্রায় ১১০ জন ছাত্রছাত্রী এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। চ্যাম্পিয়ন্স অফ দ্যা চ্যাম্পিয়ন্স হিসেবে প্রথম স্থান অধিকার করেন প্রত্যুষা দাস এবং দ্বিতীয় স্থান অধিকার করেন আসিফা ইউসুফ।

২০২৪ এর বেস্ট ফাইটার হিসাবে সম্মানিত হন সায়ন দাস। এ ব্যাপারে বলতে গিয়ে মুখ্য প্রশিক্ষক কেওসি রঞ্জন মন্ডল বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিশুদের স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে এবং নিজেদের আত্মরক্ষার্থে আমরা প্রতিবছর রে শতকান ক্যারাটে কাপ অনুষ্ঠিত করি।

আজকের অনুষ্ঠানের সূচনা করেন রিশড়া পুরসভার পুর প্রধান বিজয় সাগর মিশ্র, এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্ভুদিপ সরকার রিশড়া থানার অফিসার ইনচার্জ সঞ্জয় সরকার সহ স্থানীয় অঞ্চলের বিশিষ্টজনেরা।

রিশড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ক্যারাটে প্রতিযোগিতা

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *