রাজ্যে হিংসা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়

রাজনীতি রাজ্যের খবর

রাজ্যে হিংসা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় – পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে হিংসা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। তিনি বলেন রাজ্য সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যর্থ। ৬ জন ব্যক্তি খুন হয়ে গেছে। রাজ্যের পুলিশ মানুষকে সুরক্ষা দিতে পারছে না। এই অবস্থায় রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।

 

তিনি আরো বলেন রাজ্যপাল সন্ত্রাস কবলিত এলাকা পরিদশনের পর রাজ্যের মানুষকে সহযোগিতার জন্য রাজভবনে কন্ট্রোল রুম খুলেছেন। তিনি চান রাজ্যের মানুষের অধিকার রক্ষা করতে। এদিন তিনি কোর্টের নির্দেশ মত কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর পক্ষে সওয়াল করেন। তার মত বিরোধী দলে থাকাকালীন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর পক্ষে কথা বলতেন। তাহলে এখন কেন তিনি বিরোধিতা করছেন ?

 

রাজ্যে হিংসা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়
রাজ্যে হিংসা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়

এদিন তিনি আরো বলেন রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্ট কি করবে তা তিনি জানেন না। তবে রাজ্যে সংবিধান ও গণতন্ত্র আক্রান্ত। যে কোন মূল্যে দেশের সংবিধানকে রক্ষা করতে হবে। এ ব্যাপারে তিনি আইনজীবীদের এগিয়ে আসার জন্য আবেদন জানান।

রাজ্যে হিংসা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়
রাজ্যে হিংসা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়

আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ শে জুন রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তারা দেখা করবেন। তারা হিংসা বন্ধের পাশাপাশি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দাবী জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *