মদন মোহন মালব্য-এর ১৬২তম জন্মবর্ষিকী

অন্যান্ন

১৮৬১ সালের আজকের দিনেই এলাহাবাদে জন্মগ্রহণ করেন মদন মোহন মালব্য । তিনি ছিলেন শিক্ষাবিদ, উকিল, সাংবাদিক, সুবক্তা এবং রাজনৈতিক নেতা । তাঁকে মহামনা উপাধী দেন মহাত্মা গান্ধী । ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণান তাঁকে কর্মযোগী বলে সম্বোধন করতেন । স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের পাশাপাশি সমাজ সংস্কারেও অগ্রনী ছিলেন মালব্য । গিরমিটিয়া শ্রমদান প্রথার অবলুপ্তি ঘটান তিনি । ১৯০৫ সালে স্থাপন করেন গঙ্গা মহাসভা । হিন্দু মহাসভা স্থাপনে বড় ভূমিকা নিয়েছিলেন মালব্য । ১৯১৬ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেন তিনি ।

গোপাল কৃষ্ণ গোখলে, আর বাল গঙ্গাধর তিলকের অনুগামী ছিলেন তিনি । ফলে উদারবাদী এবং রাষ্ট্রবাদী দুই ধারারই মিলন ঘটে ছিল তাঁর মধ্যে । তিনি লবন সত্যাগ্রহে অংশ নিয়ে গ্রেফতার হন । চার বার কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন মালব্য । ১৯০৯ থেকে ১৯২০ পর্যন্ত ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন মালব্য ।

তাঁর একান্ত চেষ্টাতেই ব্রিটিশ আদালতে গৃহীত হয় দেবনাগরী অক্ষর । চৌরিচৌরার ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১৫১ জনকে ফাঁসির হাত থেকে বাঁচান এই আইনজীবী । একাধিক সংবাদপত্রের প্রতিষ্ঠাতা – সম্পাদক ছিলেন তিনি । ১৯৪৬ সালের ১২ নভেম্বর ৮৪ বছর বয়সে তিনি পরলোক গমন করেন তিনি । ২০১৪ সালে ভরতরত্ম সম্মান দেওয়া হয় মালব্যকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *