ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চালু হল ফেরি পরিষেবা

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চালু হল ফেরি পরিষেবা

দেশ বিদেশ ভ্রমণ

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চালু হল ফেরী পরিষেবা – নাগাপট্টিনাম থেকে কাঙ্কেসান্তুরাই পর্যন্ত এই পরিষেবার উদ্বোধন করেন জাহাজ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল । উপস্থিত ছিলেন, মন্ত্রকের প্রতিমন্ত্রী ই ভি ভেলু এবং রঘুপতি । অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর । ৪০ বছর পর এই পথে ফের ফেরী পরিষেবা চালু হল । আবহাওয়া স্বাভাবিক থাকলে এই জাহাজটি ৩ ঘণ্টায় নাগাপট্টিনাম থেকে কাঙ্কেসান্তুরাই বন্দরে পৌঁছোবে ।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চালু হল ফেরি পরিষেবা
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চালু হল ফেরি পরিষেবা

অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি বলেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে এক নতুন অধ্য়ায়ের সূচনা হবে । প্রধানমন্ত্রী বলেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও নাগরিক সম্পর্ক রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শ্রীমোদী বলেন, দুই দেশের অংশীদারিত্ব মজবুত করার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা বিশেষ গুরুত্বপূর্ণ । এই ফেরী পরিষেবা সেই লক্ষ্য পূরণে আরও একধাপ সাহায্য করবে।

প্রধানমন্ত্রী বলেন, পরিবহন ক্ষেত্রের বাইরে গিয়েও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থা মজবুত করা হচ্ছে । UPI এবং LANKA PAY এর মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ চলছে ।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে বলেন, এই পরিষেবা চালুর ফলে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে । তিনি প্রধানমন্ত্রী মোদীকে সবরকম সহায়তার জন্য় ধন্য়বাদ জানান । উদ্বোধনী অনুষ্ঠানে জাহাজ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, এই উদ্যোগ দুই দেশের মধ্যে সমুদ্র পথে যোগাযোগ মজবুত করবে । বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে । প্রধানমন্ত্রী মোদী স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করছেন ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *