ভারতের জুনিয়র হকি দল এশিয়া কাপ ফাইনালে

খেলা

ভারতের জুনিয়র হকি দল এশিয়া কাপ ফাইনালে পৌঁছেছে । সেমিফাইনালে তারা দক্ষিণ কোরিয়াকে ৯-১ গোলে হারিয়ে দেয় । ভারতের হয়ে ধামি ববি সিং হ্যাট্রিক করেন । বাকি গোলগুলি করেন লাকরা সুনিত, হুন্দাল আরাইজিত সিং, অঙ্গদবীর সিং, উত্তম সিং, বিষ্ণুকান্ত সিং এবং শরদনন্দ তিওয়ারি ।

অপর সেমিফাইনালে পাকিস্তান মালেয়শিয়াকে ৬-২ গোলে হারিয়ে দেয় । ফাইনালে আজ ভারত পাকিস্তানের মুখোমুখি হবে । খেলা শুরু রাত সাড়ে ৯টায় । ২০১৫ সালে শেষ এশিয়া কাপ হকিতে ভারত পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *