বালিগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ে ‘উমাঙ্গ’’ অনুষ্ঠান – প্রতিভা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক সমৃদ্ধির উদ্যেশ্য বালিগঞ্জ পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠীত হল
বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘’উমাঙ্গ’।

রবিন্দ্র সদনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক- শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কলকাতার আঞ্চলিক অফিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার করণ সিং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সুচনা করেন। তিনি ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বালিগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ের কলকাতার অধ্যক্ষ উত্তম কুমার বিদ্যালয়ের নানা কর্মকান্ড ও সাফল্য তুলে ধরেন।

বিদ্যালয়ের পক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অভিনয়ের জন্য কুশীলবেরা পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ রঞ্জিতা সরকার।
