রাজা পাট নিয়ে গান বেঁধেছেন মাটির সংস্পর্শে থাকা শিল্পীরা

ফলন ও লাভ বাড়ায় রাজা পাট রোপনে উৎসাহ বাড়ছে চাষিদের

অন্যান্ন

ফলন ও লাভ বাড়ায় রাজা পাট রোপনে উৎসাহ বাড়ছে চাষিদের – রাজা পাট চাষ করে একর প্রতি অতিরিক্ত ১০ হাজার টাকা লাভের মুখ দেখছেন চাষিরা। লম্বায় সাধারণ পাটের চেয়ে অন্তত দু-ফুট বড় এবং আরও উন্নতমানের তন্তুর রাজা পাট নিয়ে গান বেঁধেছেন মাটির সংস্পর্শে থাকা শিল্পীরা।

রাজ্যের বিভিন্ন জেলায় অভাবনীয় সাফল্যে খুশি এই পাটবীজের উদ্ভাবক সংস্থা নুজিভীডু সিডস। এই সাফল্য তুলে ধরতে এ রাজ্যের নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ২৪ পরগনাতে রাজা পাটের উপর ‘সেলিব্রিটি মেগা ফিল্ড ডে’ অনুষ্ঠান শুরু হল।

ফলন ও লাভ বাড়ায় রাজা পাট রোপনে উৎসাহ বাড়ছে চাষিদের
ফলন ও লাভ বাড়ায় রাজা পাট রোপনে উৎসাহ বাড়ছে চাষিদের

নদিয়ার পাথরঘাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিউড়া গ্রামে এক অনুষ্ঠানে রাজা পাট নিয়ে গান গেয়ে শোনান সারেগামাপা খ্যাত শিল্পী দীপায়ন ব্যানার্জি। চাষিদের রাজা পাট বীজ NJ 7005 ব্যবহার ও সাফল্য গানে ও কথার মাধ্যমে তুলে ধরেন তিনি।

রাজা পাটের বীজ উৎপাদনকারী সংস্থা নুজিভীডু সিডস জানিয়েছে, এই পাট একর প্রতি অতিরিক্ত ১০ হাজার টাকা লাভের সুযোগ করে দিচ্ছে কৃষকদের। এটা সম্ভব হয়েছে রাজা পাটের লম্বা আঁশ এবং অন্যান্য প্রজাতির চেয়ে এর একর প্রতি ন্যূনতম বাড়তি ২ কুইন্টাল উৎপাদন বেশি হওয়ার ফলে।

রাজা পাট নিয়ে গান বেঁধেছেন মাটির সংস্পর্শে থাকা শিল্পীরা
রাজা পাট নিয়ে গান বেঁধেছেন মাটির সংস্পর্শে থাকা শিল্পীরা

তাদের দাবি, ২০২০ সালে, এন জে-৭০০৫ রাজা পাটের এই নতুন প্রজাতি নুজিভীডু সীডস এর গবেষণা বিভাগের প্রধান বিজ্ঞানী ডঃ মোহাম্মদ মসিউর রহমান কতৃক উদ্ভাবিত। তার পর থেকে পাট চাষের দুনিয়া অনেকটা বদলে গেছে। এই চাষে খরচ অন্যান্য পাটের প্রজাতির তুলনায় কম, সঙ্গে পাওয়া যায় উচ্চ ফলন, আরও ভালো গুণমানের তন্তু ও আগের চেয়ে বেশি লাভের সুযোগ। অন্যান্য প্রজাতির তুলনায় এই পাট দু ফুট বেশি লম্বা, অর্থাৎ বেশি ফলন, মোটা ছাল যা ফলন এবং তন্তুর গুণমান বাড়িয়েছে। ছাল মোটা হওয়ায় তন্তুর মানও অনেক উন্নত। তাই ফলনের সঙ্গে মান বেশি হওয়ায় দামও বেশি পাচ্ছেন চাষিরা। ভারতে মূলত যে ধরনের পাট চাষ হয় তার আঁশ বাংলাদেশের পাটের আঁশের চেয়ে ছোট হওয়ায় শিল্পক্ষেত্রে সমস্যা হয়ই।

বাড়তি লাভের মুখ দেখেছেন বিভিন্ন গ্রামের চাষিরা
বাড়তি লাভের মুখ দেখেছেন বিভিন্ন গ্রামের চাষিরা

এখন সেই সমস্যার সমাধান হবে এনজে ৭০০৫ রাজা জুট চাষ করে। বীজ কেনবার সময় নকলের থেকে বাঁচবার জন্য অবশ্যই প্যাকেটের পিছনে নীল রংয়ের সরকারী স্টিকার দেখে কিনতে হবে। ইতিমধ্যেই বাড়তি লাভের মুখ দেখেছেন বিভিন্ন গ্রামের চাষিরা। অনেকের সংসারে স্বাচ্ছন্দ্য এসেছে। তাই ভবিষ্যতেও তাঁরা এই বীজই চাষ করতে চান।

মালদহের, কালিতলা, ভুতনি, মাণিকচকে রাজা পাট নিয়ে ২২শে মার্চ গান গাইলেন স্বনামধন্য উত্তম বাউল। তাঁর গান শুনে খুশি সেখানকার মানুষ। যাঁরা এখনও এই বীজে চাষ শুরু করেনি, এই গান এবং আলোচনা শুনে তাঁরাও রাজা পাট চাষে উৎসাহ পাচ্ছেন। রাজা বীজ পাট চাষে এক নতুন দীগন্ত খুলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *