প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি বিশ্ব সামুদ্রিক শীর্ষ সম্মেলন ২০২৩এর উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি বিশ্ব সামুদ্রিক শীর্ষ সম্মেলন ২০২৩এর উদ্বোধন করেন

দেশ বিদেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি বিশ্ব সামুদ্রিক শীর্ষ সম্মেলন ২০২৩এর উদ্বোধন করেন। আগামী ১৯ তারিখ পর্যন্ত এই সম্মেলন চলবে। সমুদ্র অর্থনীতি সংক্রান্ত রূপরেখা অমৃতকাল ভিষণ ২০২৩ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২৩ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৫ বছরের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে ভারত এগিয়ে চলেছে।

গুজরাটের দীনদয়াল বন্দরে টুনা টেকরা সব ঋতুতে কাজ করবে এরকম গভীর টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন বন্দরের সুবিধা বাড়ানোর প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার চিন্তাভাবনা তুলে ধরেন।

সম্প্রতি হয়ে যাওয়া জি-২০ শীর্ষক সম্মেলনে ভারত-মধ্যপূর্ব-ইউরোপ অর্থনৈতিক করিডোরের উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিবর্তনশীল পৃথিবীতে ভারতের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। আর্থিক সংকটে জর্জরিত বিশ্বে ভারত অনবরত এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

জাহাজ নির্মান ও মেরামতি ক্ষেত্রে ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত INS বিক্রান্ত ভারতের ক্ষমতাকে প্রকাশ করে।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *