প্রতিবছরের মতো এবছরও লক্ষ্মীপুজো করল অভিনেত্রী অপরাজিতা আঢ্য

প্রতিবছরের মতো এবছরও লক্ষ্মীপুজো করল অভিনেত্রী অপরাজিতা আঢ্য

ভারতীয় পূজার্চনা

প্রতিবছরের মতো এবছরও লক্ষ্মীপুজো করল অভিনেত্রী অপরাজিতা আঢ্য – কোজাগরী পূর্ণিমায় আজ বাংলার ঘরে ঘরে লক্ষ্মী আরাধনা। বাজারদর আগুন, সাধ আর সাধ্যের দড়ি টানাটানিতে ব্যস্ত গৃহস্থ। এরই মধ্যে আজ কোজাগরী লক্ষ্মী পুজো আয়োজন করল টলিপাড়ার দাপুটে অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

প্রত্যেক বছরই অভিনেত্রীর বাড়িতে জাঁকজমকের সঙ্গে পালন করা হয় লক্ষ্মীপুজো। এবারেও তার অন্যথা হল না। নিজের হাতে মা লক্ষ্মীকে সাজিয়েছেন অভিনেত্রী অপরাজিতা। আল্পনা এঁকে, শঙ্খ বাজিয়ে এদিন দেবী লক্ষ্মীর আরাধনার করেন।

অপরাজিতা নিজে এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকেন। এইদিন তাঁর ব্যস্ততা একেবারে তুঙ্গে। মা লক্ষ্মীকে তিনি নিজের হাতেই সাজান। এই বছরও তার ব্যতিক্রম হল না।

মায়ের ভোগের জন্য প্রতিবছরের মতো এ বছরেও থাকছে শুকনো ভোগ। লুচি, পাঁচ রকমের ভাজা ইত্যাদি। গানে গানই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা বার্তা সকলের উদ্দেশ্যে দিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ

1 thought on “প্রতিবছরের মতো এবছরও লক্ষ্মীপুজো করল অভিনেত্রী অপরাজিতা আঢ্য

  1. My brother suggested I might like this blog. He was totally right. This post actually made my day. You can not imagine simply how much time I had spent for this info! Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *