পুজো পরিক্রমা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের পুজো

পুজো পরিক্রমা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের পুজো

দুর্গাপুজো

পুজো পরিক্রমা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের পুজো – জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের পূজা প্রতিবছরের মতো এবছরও সপ্তমীর দিনে ভীড় উপচে পড়ছে দেখা গেল।

জলপাইগুড়ির পাতকাটা কলোনী কালচারাল ক্লাব ও পাঠাগারের এবারের পুজোর থিম সাক্ত শৈব, চলো সবাই বাবার ধাম। এই মন্ডপটি অভায়ারণ্যের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। শক্তির দেবতা দুর্গা, শিব, কালী। এখানে শক্তির দেবী হিসেবে কালীকেও পূজো করা হয়। এই সব দেবতাই প্রকৃতির মাঝে থাকেন। তাই এবারের মন্ডপটি অভয়ারণ্যের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রত্যেক বছরই তারা নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে পূজোর থিম করেন। তাই তাদের বিশ্বাস এবারো এই পূজো দর্শনার্থীদের নজর কাড়বে।

পূজো কমিটির সম্পাদক প্রসেনজিৎ কর্মকার জানালেন তারা প্রতিবছরই কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসেন। এই অভয়ারণ্যের মতো মন্ডব মানুষের কাছে বেশ আকর্ষনীয় হবে। জলপাইগুড়ি রাজবাড়ির পূজা এবার ৫১১বছরে পড়ল। প্রাচীন এই পূজা দেখতে আসেন বহু মানুষ তাঁরা জানালেন এখানে মায়ের বৈশিষ্ট্য একটু অন্যরকম দেবীর বর্ণ তপ্ত কাঞ্চন বর্ণ, লক্ষী, সরস্বতীর সঙ্গেই রয়েছেন জয়া, বিজয়া। এবিসষ়ে বিস্তারিত জানালেন রাজপুরোহিত শিশু ঘোষাল। দর্শনার্থীরা জানালেন তাদের প্রতিক্রিয়া।

# পুজো পরিক্রমা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের পুজো

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *