নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে ইএম বাইপাস সংলগ্ন মেট্রো রেলের কাজ চলছে জোরকদমে

নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে ইএম বাইপাস সংলগ্ন মেট্রো রেলের কাজ চলছে জোরকদমে

রাজ্যের খবর

নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে ই-এম বাইপাস সংলগ্ন রাস্তা ধরে মেট্রো রেলের কাজ চলছে। একযোগে চলছে উড়ালপুল নির্মাণও। কিছু এগিয়ে আবার কিছু পিছিয়ে। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের সঙ্গে নিবিড় সংযোগ রক্ষা করে জোরকদমে কাজ চলছে।

বিশিষ্ট সাংবাদিক বরুণ সেনগুপ্ত নতুন মেট্রো রেল স্টেশনের কাজ যেমন বেশির ভাগ অংশ হয়ে গেছে তেমনি পরবর্তী স্টেশন বেলেঘাটার বাকি অংশের কাজ তুঙ্গে। শিল্পী থেকে শুরু করে নির্মাণ শ্রমিকদের দম ফেলার সময় নেই। সেখানে গিয়ে তা দেখা গেল। কর্মব্যস্ত শহরের মাঝখানে চলছে বিরাট কর্ম যজ্ঞ। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিশ্র আজ এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, ৩১৮ ও ৩১৯ নম্বর পিলার গড়ার কাজ চলছে। এ জন্য যান নিয়ন্ত্রণ করা হয়েছে।

এদিকে, চিংড়িঘাটা মোড়ে পাইলিং এর কাজ চলছে। সতর্ক পুলিশ। উত্তর মুখী গাড়ির গতি পথ ঘোরাতে হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে এর পাশাপাশি নো এন্ট্রি বোর্ড ও লেখা রয়েছে। পথচলতি জনতার জন্য ফুট ব্রীজ ব্যবহারের পরামর্শ কলকাতা পুলিশের। এ প্রসঙ্গে জনসংযোগ আধিকারিক আরও বলেন, নিত্য যাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এই সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে ঐ কাজ আটকে ছিল। জট খুলেছে। অতি শীঘ্রই যান জট কাটবে। তৎপর মেট্রো কর্তৃপক্ষ, কলকাতা পুলিশ। শহরবাসীকে বেশি কষ্ট দিতে রাজি নন । তিনি বলেন, এক সাক্ষাৎকারে। পাইলিং এর কাজ শেষ হলেই আর কোনও বাধা থাকবে না ওভারহেড এলিভেটেড ট্রাক তৈরিতে।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *