নাবার্ডের উদ্যোগে ‘তরং’ কৃষি মেলা – নাবার্ডের উদ্যোগে সল্টলেকের ঐক্যতানে শুরু হল তিন দিনের কৃষি মেলা। ‘তরং’ নামে এই মেলা চলবে বুধবার পর্যন্ত।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১০০ র বেশি কৃষক ঊৎপাদক সংস্থা(এফ পি ও) বা অফ ফার্ম প্রডিউসার অর্গানাইজেশন (ও এফ পি ও) সংস্থাগুলি এই মেলায় অংশ নিয়েছেন।
আজ সোমবার মেলার উদ্বোধন করেন নাবার্ডের প্রাক্তন সিজিএম সুব্রত মন্ডল। তিনি কৃষকদের আয় বৃদ্ধিতে এফ পি ও-এর গুরুত্বের ওপর জোর দেন।

নাবার্ডের সিজিএম ঊষা রমেশ তার উদ্বোধনী ভাষণে এফ পি ও এর জন্য ব্র্যান্ডিং, প্যাকেজিং এবং মূল্য নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি দেশে এফপিও আন্দোলনকে শক্তিশালী করার জন্য নাবার্ড যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাও তুলে ধরেন।
