ধনধান্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনায় প্রস্তুতি তুঙ্গে

ধনধান্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনায় প্রস্তুতি তুঙ্গে

ভারতীয় পূজার্চনা

ধনধান্যের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মীর আরাধনায় প্রস্তুতি তুঙ্গে – বারো মাসে তেরো পার্বণ। শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই এবার আয়োজন ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষী পূজো আরাধনার জন্য প্রস্তুতি তুঙ্গে। বাংলা ও বাঙালির প্রায় প্রতিটি ঘরে ঘরে আরাধ্য দেবতাকে বরণ করে তুলে নিতে তোড়জোড়। পটুয়া পাড়ায় গিয়ে দেখা গেল, লক্ষ্মীদেবীর মূর্তি কেনার জন্য আনাগোনা। গৃহস্থের মঙ্গল কামনায় এই পূজো। তবে, গত বছরের চেয়ে এবার সামান্য দাম কম। অন্যান্য বছর শুরু হয়ে যায় কেনাকাটা। এবছর সেই অর্থে মন্দা বলা যেতে পারে। কালিঘাটে মন্দিরের কাছাকাছি রাস্তার ধারে খোলা বাজারে দেদার বিক্রি হচ্ছে লক্ষী প্রতিমা। যদিও ক্রেতা সাধারণের কাছেও খানিক স্বস্তি। ফুলের দোকান, নতুন ধানের শিস, মিঠাই, খৈ – মুড়কি – বাতাসা, ধূপ – চাঁদমালা, মাটির প্রদীপ সমেত ফলের দোকান, পূজোর উপকরণ সহ আনুষঙ্গিক সাজ সরঞ্জামের ঢালাও সামগ্রী নিয়ে ক্রেতা ও বিক্রেতার কথোপকথন ধরা পড়েছে current news এর ক্যামেরায়।

মা লক্ষ্মীর আরাধনায় দোকানে দোকানে ভীর
মা লক্ষ্মীর আরাধনায় দোকানে দোকানে ভীর

সোনারপুর, তেঘরিয়া থেকে কালিঘাটে লক্ষী প্রতিমা কিনতে এসে পৌঁছেছেন সস্ত্রীক দ্বিজেন বিশ্বাস। তাঁর মতে, ঠাকুর কিনতে গিয়ে দাম সস্তা হলে ও ফলের বাজার কিন্ত বেশ চড়া।

ধনধান্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
ধনধান্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনায় প্রস্তুতি তুঙ্গে

রাসবিহারীর বাসিন্দা তথা গৃহবধূ ময়না নাগ, দেবী প্রতিমা কিনতে বাজারে এসে অকপটেই জানালেন, গত ৪৫ বছর ধরেই বাড়িতে পূজোর আয়োজন করা হয়ে থাকে। এবছর তার ব্যতিক্রম নয়। এর আগে শাশুড়ি মা লক্ষী দেবীর আরাধনার জন্য যাবতীয় আয়োজন করতেন।

দেবী মূর্তি নিয়ে পথের ধারে বসেই জনৈক বিক্রেতা জানান, গত বছরের চেয়ে খানিকটা বাজার খারাপ। যদিও এক দিন মাঝে রয়েছে। নিতান্তই বাধ্য হয়ে ঠাকুর তুলে দিতে হচ্ছে ক্রেতা সাধারণের কাছে। দুশ্চিন্তা পিছু ছাড়ছে না তাঁর। যদিও এর ফাঁকে চলছে হালকা কেনাবেচা। পূজোর আগের দিন বাজার এর এই ঢিমেতালে ছবির বদল ঘটবে।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *