দুর্গাপূজোয় কম খরচে বিশ্বভ্রমণের সুযোগ দিচ্ছে থমাস কুক

দুর্গাপূজোয় কম খরচে বিশ্বভ্রমণের সুযোগ দিচ্ছে থমাস কুক

ভ্রমণ

দুর্গাপূজোয় কম খরচে বিশ্বভ্রমণের সুযোগ দিচ্ছে থমাস কুক – দুর্গোৎসবের ঢাকের বোল যখন বাংলার আকাশে বাতাসে মুখরিত, তখন রঙ, সংস্কৃতি ও ভক্তির পাশাপাশি এবার উৎসবকে আরো আনন্দময় করে তুলতে কম খরচে বিশ্ব ভ্রমণের সুযোগ নিয়ে এল থমাস কুক ইন্ডিয়া।

দুর্গাপূজোয় কম খরচে বিশ্বভ্রমণের সুযোগ দিচ্ছে থমাস কুক
দুর্গাপূজোয় কম খরচে বিশ্বভ্রমণের সুযোগ দিচ্ছে থমাস কুক

এই বিশেষ দুর্গাপূজা প্যাকেজ আন্তর্জাতিক জনপ্রিয় গন্তব্য: স্থান যেমন ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, স্ক্যান্ডিনেভিয়া, পর্তুগাল, স্পেন সহ ইউরোপের সেরা দেশগুলি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, জাপান, চীন, ফিলিপিন্স, কম্বোডিয়া ঘুরে দেখার সুযোগ থাকছে। এর পাশাপাশি প্রভৃতি দেশীয় পর্যটন স্থলগুলি বিশেষ করে কেরালা, আন্দামান, রাজস্থান, হেলিকপ্টারে চারধাম, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল ঘোরার সুযোগ থাকছে। বন্যপ্রাণী প্রেমীরা কেনিয়ায় সাফারি অ্যাডভেঞ্চারও করতে পারবেন।

দুর্গাপূজোয় কম খরচে বিশ্বভ্রমণের সুযোগ
দুর্গাপূজোয় কম খরচে বিশ্বভ্রমণের সুযোগ

উৎসবকালীন সুবিধা হিসাবে সংস্থার পক্ষ থেকে দেওয়া হচ্ছে দম্পতি প্রতি ₹৭০,০০০ পর্যন্ত Early Bird ছাড়। প্রতিটি ট্যুরে বাঙালি স্বাদের মেনু ও গালা ডিনার। কলকাতা থেকে বাংলা/হিন্দি ভাষাভাষী ট্যুর ম্যানেজার। প্রতিটি বুকিংয়ের সঙ্গে ফ্রি লাগেজ ট্রলি ব্যাগ, ভিসা, ফরেন এক্সচেঞ্জ ও ট্র্যাভেল ইন্স্যুরেন্সের পূর্ণ সহযোগিতা।

প্রতিটি ট্যুরে বাঙালি স্বাদের মেনু ও গালা ডিনার
প্রতিটি ট্যুরে বাঙালি স্বাদের মেনু ও গালা ডিনার

পুজোয় এই বিশ্ব ভ্রমন শুরু হওয়ার আগে কলকাতায় অনুষ্ঠীত হল পর্যটকদের নিয়ে এক গ্র‍্যান্ড হলিডে ক্যার্নিভ্যাল

পুজোয় এই বিশ্ব ভ্রমন শুরু হওয়ার আগে কলকাতায় অনুষ্ঠীত হল পর্যটকদের নিয়ে এক গ্র‍্যান্ড হলিডে ক্যার্নিভ্যাল
পুজোয় এই বিশ্ব ভ্রমন শুরু হওয়ার আগে কলকাতায় অনুষ্ঠীত হল পর্যটকদের নিয়ে এক গ্র‍্যান্ড হলিডে ক্যার্নিভ্যাল। সেখানে দিনভর নানা অনুষ্ঠানে গাইড করা হয় পর্যটকদের। সংস্থার এক মুখপত্র জানান, “উৎসবের সময় ভারতীয়দের মধ্যে ভ্রমণের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়ে। সেই চাহিদা মাথায় রেখেই তারা তৈরি করেছে বিশেষ দুর্গাপূজা ট্যুর প্যাকেজ। থমাস কুকের চিনারপার্ক,বালিগঞ্জ ও সল্টলেকের ব্র‍্যাঞ্চ থেকে পর্যটকরা এই পুজা অফারের সুযোগ নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *