ডানকুনি আবাসন সার্বজনীন দুর্গোৎসব পূজা সমিতির দুর্গাপুজো ৪৪ বছরে পদার্পন করল

ডানকুনি আবাসন সার্বজনীন দুর্গোৎসব পূজা সমিতির দুর্গাপুজো ৪৪ বছরে পদার্পন করল

দুর্গাপুজো
ডানকুনি আবাসন সার্বজনীন দুর্গোৎসব পূজা সমিতির দুর্গাপুজো ৪৪ বছরে পদার্পন করল
ডানকুনি আবাসন সার্বজনীন দুর্গোৎসব পূজা সমিতির দুর্গাপুজো ৪৪ বছরে পদার্পন করল

ডানকুনি, হুগলী, ১৮ই অক্টোবর, বুধবার, ডানকুনি আবাসন সার্বজনীন দুর্গোৎসব পূজা সমিতির দূর্গা প্রতিমার উদ্বোধন করলে প্রদীপ প্রজ্জ্বলন করে চন্ডিতলার বিধায়ক স্বাতী খন্দকার। সঙ্গে ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জয়শ্রী সিনহা ও আরো অনেকে। এই পূজা ৪৪ বছরে পদার্পন করল।

উদ্বোধনের পাশাপাশি গরিবদের বস্ত্র বিতরণ করা হয়। প্রায় একশত রমত মহিলাদের দেওয়া হয়েছিল। বিধায়কের হাত দিয়ে সূচনা হয়েছিল বস্ত্র বিতরণ। অনুষ্ঠান প্রাঙ্গনে, আসেন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম, উপ চেয়ারম্যান মিঃ প্রকাশ রাহা, সুবীর মুখার্জী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *