জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলায় কলকাতা পুরসভা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান তৈরি করছে

জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলায় কলকাতা পুরসভা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান তৈরি করছে

কলকাতা

জলবায়ু পরিবর্তন এবং তার সঙ্গে সম্পর্কিত বিপর্যয় মোকাবিলায় কলকাতা পুরসভা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শহরের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই অ্যাকশন প্ল্যানের আনুষ্ঠানিক সূচনা করেন। মুম্বাইয়ের পর দেশের দ্বিতীয় শহর হিসেবে কলকাতাতেই এরকম পরিকল্পনা তৈরি করা হলো। জৈব জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প শক্তির ব্যবহার, জল সংরক্ষণ, নাগরিক উদ্যান তৈরি করার মত বিষয়গুলি এই অ্যাকশন প্ল্যানে গুরুত্ব পেয়েছে।

এর উদ্বোধন করে ফিরহাদ হাকিম বলেন, পরিবেশ নিয়ে আগের থেকে মানুষের মধ্যে সচেতনতা বাড়লেও জনপ্রতিনিধিরা এখনো উন্নয়ন বলতে নাগরিক পরিষেবার উন্নয়নকেই গুরুত্ব দেন। কিন্তু উন্নয়নের নিরেখে যাতে পরিবেশ সর্বাধিক গুরুত্ব পায় তা নিশ্চিত করতেই এই উদ্যোগে শামিল হয়েছে কলকাতা পুরসভা। তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে বৃহত্তর কলকাতাকে সম্পূর্ণভাবে পেট্রোল ও ডিজেল চালিত গণপরিবহন থেকে মুক্ত করা, ব্যাটারি চালিত বৈদ্যুতিন গাড়িকে উৎসাহ দেওয়া এই পরিকল্পনার অন্যতম অঙ্গ। এজন্য শহরের বিভিন্ন জায়গায় নতুন চার্জিং স্টেশন তৈরি করা হবে।

এছাড়াও, বৃহত্তর কলকাতায় গঙ্গার দু’পাশে ২৫ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। সংস্কার কাজের পর টালি নালার দুপাশেও বৃক্ষরোপণ করা হবে। বায়োমাইনিং এর মাধ্যমে ধাপার মাঠকে সম্পূর্ন আবর্জনা মুক্ত করা হচ্ছে। সেখানে খেলার মাঠ তৈরির পাশাপাশি বনসৃজনের পরিকল্পনার কথা মেয়র জানিয়েছেন।

অনুষ্ঠানে রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের ক্ষয়ক্ষতির একটি পর্যালোচনা রিপোর্ট প্রকাশ করেন। মেয়র পারিষদ দেবাশীষ কুমার, সাংবাদিক তথা পরিবেশবিদ জয়ন্ত বসু, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *