ছদ্মবেশ প্রতিযোগীতায় অংশ নিতে উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীকে ‘হীরক, রানী’ বলেও সম্মোধন করেন শুভেন্দু।
মঙ্গলবার শিলিগুড়িতে এক দলীয় কর্মসূচীতে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবারে উত্তরবঙ্গ এসেছেন বন্ধ চা বাগানে পুলিশ দিয়ে শ্রমিকদের ডেকে এনে নিজে চা শ্রমিকদের পোশাক পরে ছবি তুলেছেন, আর বলেছেন ‘তু খিঁচ মেরি ফোটো’।
তিনি মমতার ভাইপোর বিয়ে প্রসঙ্গে বলেন, “মমতা বন্দ্যোপাধায় পাহাড়ে এসেছেন বিয়ে বাড়িতে। মমতা বলেন, তিনি নাকি টালির চালের বাড়িতে থাকেন। মা মাটি মানুষের প্রতিনিধি। বিধানসভা থেকে সাম্মানিক নেন না। অথচ তিনি কার্শিয়াংয়ে থেকেছেন এক বিলাসবহুল হোটেলে। যার ভাড়া প্রতিদিন ১ লক্ষ ২ হাজার টাকা। আর ওনার, ভাইপোর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) হোটেল ভাড়া ৮৪ হাজার টাকা।
শুভেন্দু অধিকারী বলেন, “উত্তরবঙ্গে এসে শিলিগুড়িতে খেলার মাঠকে ধ্বংস করে, মিথ্যে কথা বলে উত্তরবঙ্গের মাটিতে অপবিত্র করেছেন। সবাই জেনে গেছে, মমতা একজন মিথ্যেবাদী, জুমলাবাজ, ভ্রষ্টাচারী, পরিবারবাদী, তুষ্টিকরণের নেত্রী।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- বাংলায় বচন কি, কত প্রকার?
- A and An এর ব্যবহার । Article
- What is a pronoun? | What is a pronoun example?
- Types of Pronouns and Rules
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
