চীনের হ্যাংঝাউ-এ ১৯-তম এশিয়ান গেমসের দশম দিনে ভারত রয়েছে চতুর্থ স্থানে

চীনের হ্যাংঝাউ-এ ১৯-তম এশিয়ান গেমসের দশম দিনে ভারত রয়েছে চতুর্থ স্থানে

খেলা

এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা রেকর্ড করল। গত এশিয়ান গেমসে ভারত পেয়েছিল ৭০ টি পদক । এবারে এখনই ৭৪টি । একাদশ দিনে –  চীনের হ্যাংঝাউ-এ ১৯-তম এশিয়ান গেমসে তীরন্দাজিতে সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নম এবং ওজাস দেওতালে । কম্পাউন্ড মিক্সড দলগত বিভাগের ফাইনালে রিপাবলিক অফ কোরিয়ার প্রতিযোগিদের হারিয়ে সোনা জিতেছেন তারা । ৩৫ কিলোমিটার মিক্সড রিলে রেস ওয়াক-এ ব্রোঞ্জ পদক জিতেছেন রামবাবু এবং মনজু রাণী । ভারত এপর্যন্ত ১৬টি সোনা, ২৭টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ পদক জিতেছে ।

নবম দিনে –

চীনের হ্যাংঝাউ-এ ১৯-তম এশিয়ান গেমসের দশম দিনে ভারত রয়েছে চতুর্থ স্থানে
চীনের হ্যাংঝাউ-এ ১৯-তম এশিয়ান গেমসের দশম দিনে ভারত রয়েছে চতুর্থ স্থানে

১৯-তম এশিয়ান গেমসের নবম দিনে ভারতের ঝুলিতে এল আরও ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ । এর ফলে ১৩টি সোনা, ২৪টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ নিয়ে ভারতের পদক সংখ্যা এখন ৬০ । ভারত রয়েছে পদক তালিকায় চতুর্থ স্থানে ।

মহিলাদের ৩ হাজার মিটার স্টিপল চেজে রুপো এবং ব্রোঞ্জ জিতেছে ভারত । পারুল চৌধুরী জিতেছেন রুপো ও প্রীতি লাম্বা ব্রোঞ্জ জেতেন ।

চীনের হ্যাংঝাউ-এ ১৯-তম এশিয়ান গেমসের দশম দিনে ভারত রয়েছে চতুর্থ স্থানে
চীনের হ্যাংঝাউ-এ ১৯-তম এশিয়ান গেমসের দশম দিনে ভারত রয়েছে চতুর্থ স্থানে

লং জাম্পে রুপো পেয়েছেন ভারতের অ্যান্সি সোজান । টেবিল টেনিসে ইতিহাস রচনা করে মহিলা ডাবলসে ব্রোঞ্জ পেলেন ভারতের সুতীর্থা মুখার্জী ও ঐহিকা মুখার্জী জুটি । পুরুষ বিভাগে ৩ হাজার মিটার রোলার স্কেটিং ও মহিলাদের ৩ হাজার মিটার স্পিড স্কেটিং-এ ব্রোঞ্জ এসেছে। ৪ ইন্টু ৪শো মিটার মিশ্র রিলে দৌড়ে ভারত প্রথমে ব্রোঞ্জ পদক জেতে । কিন্তু দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা দল লেন লঙ্ঘনের জন্য বাতিল হওয়ায় ভারতীয় দল রুপো পায় ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *