ঘূর্ণিঝড় মিচং ক্রমশ ঘণীভূত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তীর দিকে অগ্রসর হচ্ছে

দেশ

ঘূর্ণিঝড় মিচং ক্রমশ ঘণীভূত হয়ে তা উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকার দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে । নেল্লর ও মছলিপট্টনামে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে । অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে ভারি বৃষ্টি শুরু হয়েছে । পুদুচেরীতেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে ।

আজ দুপুরের পরেই মিচং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে অতিক্রান্ত করার সম্ভাবনা রয়েছে । ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে । প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাকেও । আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে নিশেধ করা হয়েছে । বিভিন্ন জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরীর মুখ্যমন্ত্রীর সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন । সবরকম সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি । মিচং-এর প্রভাবে এরাজ্যেও তিন দিন হাল্কা বৃষ্টি হতে পারে । বৃষ্টির প্রেক্ষিতে আজ এরনাকুলাম-পাটনা এবং তিরুচিরাপল্লী-হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয় ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *