ওরা সবাই দুর্গা মিউজিক ভিডিওটি মুক্তি পেল

ওরা সবাই দুর্গা মিউজিক ভিডিওটি মুক্তি পেল

দুর্গাপুজো

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, “ওরা সবাই দুর্গা” মিউজিক ভিডিওটি মুক্তি পেল – শান্তনু নন্দী দীর্ঘদিন ধরে ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। প্রথম সারির বিভিন্ন হাউসে ক্রিয়েটিভ ডিরেক্টরের (সৃজনশীল পরিচালনা) দায়িত্ব পালন করেছেন।

“ওরা সবাই দুর্গা” মিউজিক ভিডিওটি পরিচালক হিসেবে শান্তনু নন্দীর প্রথম এককভাবে কাজ। মিঃ নন্দী বিশ্বাস করেন, নারী এবং পুরুষের আইডেন্টিটির বিভেদ ভুলে সকলকে মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে, তবেই নারীর সঙ্গে প্রতিনিয়ত ঘটে যাওয়া অন্যায়ের বিনাশ সম্ভব। “লিঙ্গ ভেদে আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের আইডেন্টিটি আমরা “মানুষ”। মিঃ নন্দী তাঁর প্রথম কাজের মাধ্যমে এই বার্তাই পৌঁছে দিতে চেয়েছেন, শত্রুর বিনাশের জন্য শক্তির প্রয়োগ নয়, প্রয়োজন মানসিক সাহস। আর তাই তিনি এই কাজটির জন্য বেছে নিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের দশ জন নবাগতাকে।

ওরাই যে আসল দুর্গা। তাঁর এই অনবদ্য ভাবনার বহির্প্রকাশ “ওরা সবাই দুর্গা”। এই মিউজিক ভিডিও-টি মুক্তি পেল, ১৮ই অক্টোবর বুধবার ২০২৩, প্রেস ক্লাব কলকাতা।

আরও পড়ুনঃ

1 thought on “ওরা সবাই দুর্গা মিউজিক ভিডিওটি মুক্তি পেল

  1. Wow, wonderful blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your site is great, as well as the content!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *