এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগের উত্তপ্ত উত্তর কলকাতার আমহার্স্ট থানা এলাকা

এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগের উত্তপ্ত উত্তর কলকাতার আমহার্স্ট থানা এলাকা

কলকাতা রাজ্যের খবর

আমহার্স্ট স্ট্রিট থানায় গতকাল এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে। পরিবারের অভিযোগ, থানায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে অশোক কুমার সিং-কে। সেই নিয়ে আজ সকালেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে পরিবার। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞাননমের ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয়। তাঁদের দাবি, কেন্দ্রের অধীনে থাকা কোনও হাসপাতালে ময়নাতদন্ত হোক।

কিন্তু এসবের মধ্যেই আজ পুলিশ মর্গেই অশোক সিংয়ের দেহের ময়নাতদন্ত শুরু হয়েছে। হাইকোর্টে ময়নাতদন্তের বিষয়টি জানিয়েছেন রাজ্যের আইনজীবী রুদ্রদীপ্ত নন্দী। তিনি জানান, ময়নাতদন্ত চলছে। ভিডিয়োগ্রাফি করা হচ্ছে। তবে প্রধান বিচারপতির মন্তব্য, পরিবারের কাউকে সেখানে রাখলে ভাল হত। দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে কি না, সেই বিষয়ে আগামিকাল সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট।

এদিকে এদিন আমহার্স্ট স্ট্রিট থানায় মৃত্যু মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞাননম বলেন, “একজন মৃতের একের বেশি ময়নাতদন্ত করা হলে, তা ওই মৃতের পরিবারকে আঘাত করে”। এই মন্তব্যের প্রসঙ্গক্রমে খড়্গপুর আইআইটির ঘটনার উদাহরণও টেনে আনেন প্রধান বিচারপতি। বিষয়টি, ‘খুব স্পর্শকাতর’ বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *