আমহার্স্ট স্ট্রিট থানায় গতকাল এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে। পরিবারের অভিযোগ, থানায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে অশোক কুমার সিং-কে। সেই নিয়ে আজ সকালেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে পরিবার। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞাননমের ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয়। তাঁদের দাবি, কেন্দ্রের অধীনে থাকা কোনও হাসপাতালে ময়নাতদন্ত হোক।
কিন্তু এসবের মধ্যেই আজ পুলিশ মর্গেই অশোক সিংয়ের দেহের ময়নাতদন্ত শুরু হয়েছে। হাইকোর্টে ময়নাতদন্তের বিষয়টি জানিয়েছেন রাজ্যের আইনজীবী রুদ্রদীপ্ত নন্দী। তিনি জানান, ময়নাতদন্ত চলছে। ভিডিয়োগ্রাফি করা হচ্ছে। তবে প্রধান বিচারপতির মন্তব্য, পরিবারের কাউকে সেখানে রাখলে ভাল হত। দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে কি না, সেই বিষয়ে আগামিকাল সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট।
এদিকে এদিন আমহার্স্ট স্ট্রিট থানায় মৃত্যু মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞাননম বলেন, “একজন মৃতের একের বেশি ময়নাতদন্ত করা হলে, তা ওই মৃতের পরিবারকে আঘাত করে”। এই মন্তব্যের প্রসঙ্গক্রমে খড়্গপুর আইআইটির ঘটনার উদাহরণও টেনে আনেন প্রধান বিচারপতি। বিষয়টি, ‘খুব স্পর্শকাতর’ বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
