উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য সবরকম চেষ্টা চলছে

দেশ

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার সিলকিয়ারা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফোনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গে কথা বলেন ও উদ্ধারকাজ সম্পর্কে খোঁজ খবর নেন । সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের পরিস্থিতি সম্পর্কেও জানতে চান তিনি । কেন্দ্রীয় মন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিং শ্রমিকদের উদ্ধারকাজ ঘটনাস্থলে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করছেন ।

সুড়ঙ্গে প্রায় ৪৭ মিটার খনন সম্পন্ন করেছে ।আগর ড্রিলিং মেশিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয় । উদ্ধারের চেষ্টা চালানোর পাশাপাশি সুড়ঙ্গে থাকা শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে । এই উদ্ধারকাজ সম্পর্কে স্কোয়াড্রেন ইনফ্রা মাইনিং প্রাইভেট লিমিটেডের এমডি জানান, এই ড্রোনটি আধুনিক প্রযুক্তি সম্বলিত ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *