আমহার্স্টস্ট্রিট থানায় অশোক কুমার সিং-এর মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মৃতের পরিবার

আমহার্স্টস্ট্রিট থানায় অশোক কুমার সিং-এর মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মৃতের পরিবার

রাজ্যের খবর

আমহার্স্ট স্ট্রিট থানায় অশোক কুমার সিং নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল মৃতের পরিবার । হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয় । কেন্দ্রের অধীনে থাকা হাসপাতালে মৃতের ময়না তদন্তের দাবি জানানো হয় পরিবারের পক্ষ থেকে । তবে, রাজ্যের আইনজীবি আদালতে জানিয়েছেন, পুলিশ মর্গে আজই ময়না তদন্ত হয়েছে । এমনকি তার ভিডিওগ্রাফিও করা হয়েছে । দ্বিতীয়বার ময়না তদন্ত হবে কিনা, সেবিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে আদালত ।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ কলকাতা পুলিশ বিনা কারণে অভিযোগে নাম না থাকা সত্ত্বেও, রিমান্ডে নিয়ে এসে থানায় নিয়ে গিয়ে অত্যাচার করে । আমহার্স্ট স্ট্রিট থানায় ঘটনাকে বড় ইস্যু বানানো হবে বলে মন্তব্য করেন তিনি

আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে পুলিশের ভূমিকায় সমালোচনায় সরব হয়েছেন BJP মুখপাত্র শমীক ভট্টাচার্য ।

এই ঘটনায় আজ হোমিসাইড শাখার গোয়েন্দারা আমহার্স্ট স্ট্রিট থানায় আসেন । তারা CCTV ফুটেজ খতিয়ে দেখেন বলে জানা গেছে ।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র নিন্দা করলেন BJP সাংসদ দিলীপ ঘোষ । আমহার্স্ট স্ট্রিট থানার ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেন তিনি ।

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী । নিরপেক্ষ কোনো সংস্থা দিয়ে এই ঘটনার তদন্তের পাশাপাশি মানবাধিকার কমিশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *