অ্যাডিনো ভাইরাস আতঙ্কে কাঁপছে রাজ্য

অ্যাডিনো ভাইরাস আতঙ্কে কাঁপছে রাজ্য

কলকাতা রাজ্যের খবর

অ্যাডিনো ভাইরাস আতঙ্কে কাঁপছে রাজ্য গত ২৪ ঘণ্টায় কলকাতায় দুটি সরকারি হাসপাতালে আরও ৫টি শিশুর মৃত্যু হয়েছে । বি সি রায় শিশু হাসপাতালে মারা গেছে ৩টি শিশু । এদের মধ্যে একজনের বয়স মাত্র ৪ দিন । তবে ডেথ সার্টিফিকেটে দুটি শিশুর মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়ার উল্লেখ রয়েছে । কলকাতা মেডিকেল কলেজে আজ সকালে মারা গেছে ২২দিনের একটি শিশু । মৃত্যু হয়েছে ৭ মাসের এক শিশুরও । সবমিলিয়ে এপর্যন্ত ৪২টি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে । জেলায় জেলায় বহু শিশু সরকারি হাসপাতালগুলিতে ভর্তি । বেশকিছু জেলাতে বেডের সংকট দেখা দিয়েছে । মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০টি বেড বাড়ানো হচ্ছে । বি সি রায় শিশু হাসপাতালেও চালু করা হচ্ছে ২৪টি সি সি ইউ বেড ।২৪ ঘন্টার জন্য খোলা হয়েছে একটি হেল্প লাইন । নম্বরটি হলো -1800-313444-222 । এবিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে আশা কর্মীদের কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডিনো ভাইরাসের প্রকোপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন । গতকাল নবান্নে মুখ্যসচিব ও স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি । এরপরই ১০ দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য় দপ্তর । এত বলা হয়েছে শ্বাসকষ্ট ও সর্দিকাশিতে আক্রান্ত শিশুদের জন্য় ২৪ ঘণ্টা ক্লিনিক খোলা রাখতে হবে । হাসপাতালের শিশুবিভাগগুলিতে চালু করতে হবে আলাদা আউটডোর । ভেন্টিলেটর ও অন্যান্য সামগ্রি প্রস্তুত রাখতে হবে । শিশুদের জনবহুল এলাকায় না নিয়ে যাওয়ার এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে । ২৪ ঘন্টার জন্য খোলা হয়েছে একটি হেল্প লাইন । নম্বরটি হলো -1800-313444-222 । এবিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে আশা কর্মীদের কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

অ্যাডিনো ভাইরাস সংক্রমণের ঘটনাকে রাজ্য লঘু করে দেখাচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, উত্তরবঙ্গের অবস্থা সংকটজনক । এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *