অমৃতকলস যাত্রা শুরু করলো বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে

অমৃতকলস যাত্রা শুরু করলো বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে

রাজ্যের খবর

অমৃতকলস যাত্রা শুরু করলো বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে – “আজাদি কা অমৃত মহোৎসব” উপলক্ষে দিল্লিতে অমৃতবাটিকা উদ্যানে দেওয়ার জন্য সারা দেশ থেকে মাটি সংগ্রহ করেছে ভারতীয় জনতা পার্টি।

“আমার মাটি আমার দেশ” এই কর্মসূচিতে গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন পবিত্র স্থান ও বীর সৈনিকদের বাড়ির মাটি সংগ্রহ করেছেন দলের কার্যকর্তারা। বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকেও নদীয়ার বিভিন্ন স্থান থেকে এই মাটি কলস বন্দি করা হয়। সেই মাটি নিয়ে এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিল দলের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার ২৮জন কার্যকর্তা।

আজ সকালে রানাঘাট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিজেপির এই প্রতিনিধি দল। এই কর্মসূচিতে বিজেপি কর্তাদের রানাঘাট স্টেশন থেকে রওনা করিয়ে দেন, বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব ও কার্যকর্তারা।

#অমৃতকলস যাত্রা শুরু করলো বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *