অপারেশন অজয়ের আওতায় ইজরায়েল থেকে আরও ২৩৫ জন ভারতীয়কে নিয়ে নতুন দিল্লিতে এল দ্বিতীয় বিমান

রাজ্যের খবর

অপারেশন অজয়ের আওতায় ইজরায়েল থেকে আরও ২৩৫ জন ভারতীয়কে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান আজ সকালে নতুন দিল্লি পৌঁছায়। বিমান বন্দরে ভারতীয়দের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। গতকাল তেল আভিভ থেকে ২১২জন ভারতীয়কে নিয়ে প্রথম বিমান এসেছিল।

কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং বলেন, অপারেশন ‘অজয় ‘ চলবে। ইজরাইল থেকে ভারতীয়দের উদ্ধার করতে ভারত সবরকম চেষ্টা চালাচ্ছে।

তেল আভিভ থেকে আসা ভারতীয়রা তাদের সাহায্য করার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

বিভিন্ন রাজ্য সরকারের প্রতিনিধিরাও সকালে তাদের নিজ নিজ রাজ্যের যাত্রীদের সাহায্যের জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ইজরায়েল – হামাসের মধ্যে সংঘর্ষের অষ্টম দিন আজ । ইজরায়েলের সেনা জানিয়েছে, তাদের স্থলবাহিনী গতকাল গাজায় তল্লাশি অভিযান চালায় । নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এই অভিযান চালানো হয় । সেনাবাহিনী জানিয়েছে গাজায় এখনো অন্তত ১২০জন বন্দী রয়েছেন । ইজরায়েল গতকাল ১১লক্ষ মানুষকে ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-গাজা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারী দিয়েছিল । এই সময়সীমা প্রায় শেষ হতে চলেছে । এদিকে, রাষ্ট্রসংঘ জানিয়েছে ইজরায়েলের হুমকির আগেই গাজা থেকে প্রায় ৪ লক্ষ ফিলিস্তিনি নাগরিক পালিয়ে গেছেন ।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, বর্তমানে ভারত অন্য কারও কাছে সাহায্য চায় না । বরং অন্যকে সাহায্য করে । অপারেশন ‘অজয়’ প্রসঙ্গে তিনি বলেন,

বিগত সাড়ে নয় বছর ধরেই প্রয়োজনের সময় এই ধরনের উদ্ধারকাজ চালিয়ে আসছে ভারত ।

ইজরায়েল থেকে প্রথম দফায় দেশে ফেরা নাগরিকদের মধ্যে রয়েছেন এরাজ্যের ৫৩ জন । তাদের নিখরচায় রাজ্যে ফেরাতে মুখ্য সচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি আরও জানান, দিল্লি এবং কলকাতায় খোলা হয়েছে কন্ট্রোল রুম । হেল্প ডেস্ক রয়েছে দুই বিমান বন্দরে । কন্ট্রোল রুম নম্বর 011-2371-0362 এবং 011-2372-1991 । নবান্নের কন্ট্রোল রুম নম্বর 033-2214-3526 ।

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *