অক্টোবর মাসের ১ তারিখে দেশে 5G পরিষেবা এক বছর পূর্ণ করল

অক্টোবর মাসের ১ তারিখে দেশে 5G পরিষেবা এক বছর পূর্ণ করল

দেশ বিদেশ

অক্টোবর মাসের ১ তারিখে দেশে 5G পরিষেবা এক বছর পূর্ণ করল – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের ষষ্ঠ অধিবেশনে দেশে 5G পরিষেবা চালু করেছিলেন । তিনি তার বক্তব্যে বলেন 5 G মাধ্যমে ভারত এই প্রথম টেলিকম প্রযুক্তিতে বিশ্বব্যাপী একটি বিশেষ জায়গা করে নিল।

5G উপলব্ধতা ২০২২ সালের ১-লা অক্টোবর এটি চালু হওয়ার পর আট মাসের মধ্যে ৭০০ টি জেলা জুড়ে দুই লক্ষ জায়গায় এটি স্থাপিত হয়েছে ।

5G -র জন্য ভারতীয় পরিকাঠামো ভারতে ৩ লক্ষ ৩০ হাজারের বেশি 5G ট্রান্সরিসিভার স্টেশন রয়েছে । ২০২৩ সালের মধ্যে ৩১ মিলিয়ন ভারতীয় মোবাইল ফোন ব্যবহারকারী তাদের ফোন 5G-তে আপগ্রেড করেছেন । ভারতীয়রা গড়ে প্রতি স্মার্টফোন পিছু মাসে ২৬ জিবি ডাটা ব্যবহার করে থাকেন।

#অক্টোবর মাসের ১ তারিখে দেশে 5G পরিষেবা এক বছর পূর্ণ করল

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *