গঙ্গাকে দূষণমুক্ত করতে নদীয়া জেলায় বিশেষ কর্মসূচি শুরু হয়েছে

ভ্রমণ রাজ্যের খবর

গঙ্গাকে দূষণমুক্ত করতে নদীয়া জেলায় বিশেষ কর্মসূচি শুরু হয়েছে-গঙ্গাকে দূষণমুক্ত করতে নদীয়া জেলার আটটি ব্লক জুড়ে অভিনব কর্মসূচি শুরু হয়েছে । গঙ্গা তীরবর্তী ২৭৭টি গ্রামে চলেছে একাধিক কর্মসূচি । কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের অধীন নমামী গঙ্গের প্রকল্পে গঙ্গাকে পরিচ্ছন্ন রাখতে নেহেরু যুব কেন্দ্রের সহায়তায় জেলায় নানা কর্মসূচি চলেছে। তরুণ প্রজন্মের যুবক ও যুবতীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে সচেতনতা গড়তে অভিযান চালানো হচ্ছে। গঙ্গা পারে মিছিল করে গঙ্গার পবিত্রতা বজায় রাখবার আহ্বান করা হচ্ছে জনগণকে ।

গঙ্গা পারের মানুষজনকেও জীবন দায়ী গঙ্গাকে পরিচ্ছন্ন রাখবার বার্তা দিতে নেহেরু যুবক কেন্দ্রের গঙ্গা দূতরা পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছে। গঙ্গা পুনরজীবনে ও সুরক্ষার জন্য বজ্র পদার্থ গঙ্গা থেকে তোলার কাজে হাত লাগিয়েছে ওই দূতরা।

যুবক যুবতীদের প্রশিক্ষণে যোগ দিয়ে প্রকল্পের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিশ্বজিৎ পাল চৌধুরী । অন্যদিকে গঙ্গাদূত হিসাবে গঙ্গাকে পরিছন্ন রাখতে স্বেচ্ছায় কাজ করতে চান বলে পারুল বিশ্বাস জানিয়েছেন।

আরও পড়ুনঃ

আরও পড়ুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *